E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘড়ি ছাড়াই সঠিক সময় বলে দিতে পারেন রাণীনগরের ইয়াছিন!

২০১৫ অক্টোবর ২৭ ১৫:৪৮:০০
ঘড়ি ছাড়াই সঠিক সময় বলে দিতে পারেন রাণীনগরের ইয়াছিন!

নওগাঁ প্রতিনিধি : অবিশ্বাস্য হলেও সত্যি। ঘড়ি ছাড়াই শুধূ হাতের কব্জির দিকে তাকিয়েই প্রকৃত সময় বলে দিতে পারেন নওগাঁর রাণীনগরের  তরকারী ব্যবসায়ী ইয়াছিন।

সকাল-দুপুর, বিকেল-সন্ধ্যা কিংবা রাতে যে কোন সময় তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলে দেন, এখন সময় কত! তার বলা সময় হুবহু ঘড়ির কাঁটার সঙ্গে মিলে যায়। তাই সবার কাছে তিনি এখন ‘ঘড়ি ইয়াছিন’ নামে পরিচিত।

রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা ইয়াছিন আলী। পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। প্রায় ৩০ বছর ধরে এ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। সংসারে চার ছেলে ও পাঁচ মেয়ে। ওই গ্রামের শোলারপাড়ে সরকারের খাস জমিতে বসতি গড়ে কোন রকমে মাথা গোঁজার ঠাঁই করে নিয়ে বসবাস করছেন।

এমনকি তার ওই বসবাসের স্থানটুকু এখন ইয়াছিনপুর নামেই পরিচিত হয়ে উঠেছে। ইয়াছিন আলী জানান, তিনি ২৪-২৫ বছর আগে মেঠোপথে সাইকেল করে বিভিন্ন গ্রামে কাঁচা তরিতরকারী বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় তার হাতেও দামি একটি ঘড়ি ছিল। রাস্তার পাশদিয়ে ঘড়ি পরে যাচ্ছিলেন এক বয়স্ক লোক। কৌতুহল বশতঃ ইয়াছিন ওই লোককে জিজ্ঞাসা করেন, তোমার ঘড়িতে এখন সময় কত? কিন্তু ওই লোক সময় জানাতে পারেনি। সেই থেকে ইয়াছিন ঘড়ি পড়া বাদ দিয়ে দেন।

তিনি প্রতিজ্ঞা করেন, আর ঘড়ি পরবেন না তিনি। ঘড়ি ছাড়াই সময় নিশ্চিত করবেন। যেই পণ, সেই কাজ। ক্রমেই ঘড়ি না দেখেই ইয়াছিন নিখুঁত সময় নির্ণয় করার সাধনা করতে থাকেন। মাত্র ৩ থেকে ৬ মাসের মধ্যেই রপ্ত করে ফেলেন ঘড়ি না দেখে নিখুঁত সময় বলে দেয়ার কৌশল। প্রথমে বেশ এলোমেলো হলেও পরে তা সম্পূর্ণ আয়ত্তে এসে যায়।

সেই থেকে ধীরে ধীরে প্রচার হতে থাকে তার ঘড়ি না দেখে সময় বলে দেয়ার এই কাহিনী। গ্রামে গ্রামে ঘুরে এখনও সাইকেল নিয়েই কাঁচামাল বেচাকেনা করছেন ইয়াছিন আলী। গ্রামের সাধারণ মানুষ মাঠের কৃষক-কৃষাণীরা তাকে দেখে সময় জিজ্ঞেস করেন। তিনিও ঘড়ি না দেখে সময় বলে দিয়ে আনন্দিত বোধ করেন।

(বিএম/এএস/অক্টোবর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test