E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 ভূয়া ডাক্তার মাহফুজকে ২ বছরের জেলদিয়েছে ভ্রাম্যমান আদালত

২০১৫ অক্টোবর ২৮ ১২:১৫:৩৮
 ভূয়া ডাক্তার মাহফুজকে ২ বছরের জেলদিয়েছে ভ্রাম্যমান আদালত

নওগাঁ প্রতিনিধি: ২৭ অক্টোবর নওগাঁয় এনএসআই কর্তৃক আটক ভূয়া ডাক্তার কায়ছার উদ্দীন মাহফুজকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় সিভিল সার্জন কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট রিপন কুমার সাহা এ আদেশ দেন। কারাদন্ডাদেশ প্রাপ্ত ডাক্তার জেলার বদলগাছী উপজেলার জগদিশপুর গ্রামের কামাল উদ্দীনের পুত্র।


সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বুলবুল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জানতে পারে, ডাক্তার না হয়েও কায়ছার উদ্দিন মাহফুজ শহরের কাজীর মোড়ে কমপ্যাথ ও ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা চালিয়ে আসছে। তার আলট্রাসনোগ্রাম রিপোর্টের সঙ্গে বাস্তবে রোগীর রোগের কোন মিল পাওয়া যায় না। তার ডাক্তারী পাশের সনদপত্র সবই ভূয়া এবং জাল কাগজ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় ল্যাব এইডের সামনে থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নওগাঁর উপ-পরিচালক রেজাউল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসারসহ তাকে আটক করে সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে আসে। সেখানে ঢাকা মেডিক্যাল কলেজে ২০১৩ সালে পাশের সার্টিফিকেট। পাশের পর কোন ইর্ন্টানী নাই। যে রেজিঃষ্ট্রেশন ব্যবহার করেছেন তা ডা, কায়ছার উদ্দীনের। ডা. কায়ছার মাহফুজের নয়। এমবিবিএস, ডিসিপি ও এমডি পদবী ব্যবহার করেছেন সবই ভূয়া বা জাল সনদপত্র। সে ঢাকা থেকে এগুলো তৈরী করেছে বলে এনএসআইয়ের নিকট স্বীকার করেছে। সে ঢাকার সাভারের বেসরকারী চয়নিকা হাসপাতাল ও ঢাকার চাংকারপুল ডায়াগনষ্টিক সেন্টারসহ বিভিন্ন ডায়াগনষ্টিক এ ডাক্তারের সহকারী হিসাবে কাজ করত। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আদালতের বিচারক উপরোক্ত আদেশ প্রদান করেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়।

(বিএিএম/বিএইচ২৮অক্টোবর২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test