E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ের ৯৯ পরিবার ভারতে যাচ্ছে নভেম্বরে

২০১৫ অক্টোবর ৩১ ১১:১০:৫৫
পঞ্চগড়ের ৯৯ পরিবার ভারতে যাচ্ছে নভেম্বরে

স্টাফ রিপোর্টার : আগামী ৯ নভেম্বর থেকে পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ৩৬টি ছিটমহলের ৯৯টি পরিবার নীলফামারীর চিলাহাটি সীমান্ত হয়ে ভারতের কোচবিহার জেলার হলদিবাড়ি থানায় যাবে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ভারতের নাগরিকত্ব গ্রহণকারী বিলুপ্ত ছিটমহলের ৯৯ পরিবারের নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি তল্লাশিচৌকির মাধ্যমে ভারতে প্রবেশ শুরু হবে ৯ নভেম্বর। ওই দিন ১৬টি পরিবার ভারতে প্রবেশ করবে।এরপর ১৮ নভেম্বর ৩১টি, ২৩ নভেম্বর ২৯টি এবং শেষ দফায় ২৪ নভেম্বর ২৩টি পরিবার ভারতে যাবে। ৯৯টি পরিবারের মোট সদস্য ৪৮৭ জন।

এ নাগরিকদের ভারতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে গত বৃহস্পতিবার চিলাহাটি সীমান্তের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্পে একটি সভা হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান।অন্যান্যের মধ্যে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হাসান, ডোমারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা, পঞ্চগড়ের দেবীগঞ্জের ইউএনও শফিকুল ইসলাম, নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, চিলাহাটি সীমান্ত তল্লাশিচৌকির সহকারী রাজস্ব কর্মকর্তা ময়নুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে তাঁরা ভারতে প্রবেশের সড়কটি পরিদর্শন করেন।

পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের ভারতে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৪৮৭ জন চার দফায় সে দেশে যাবেন।

পঞ্চগড়ের বিলুপ্ত ভারতীয় ৩৬ ছিটমহলের মধ্যে ১১টি ছিটমহলের ওই ৯৯ পরিবার ভারতীয় নাগরিকত্ব বহাল রেখেছেন।

(ওএস/এসসি/অক্টোবর৩১,২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test