E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা চলবে না

২০১৫ অক্টোবর ৩১ ১৬:৫৬:৫১
এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা চলবে না

গাইবান্ধা প্রতিনিধি : আসন্ন এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ফি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দারিয়াপুর অঞ্চল শাখার উদ্যোগে শনিবার দারিয়াপুর চৌমাথায় এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি শামীম আরা মিনা, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, বন্ধন, মোশারফ, সাইফুল হক।

বক্তাগণ বলেন এসএসসি’র ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি হচ্ছে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ১৩৯০ টাকা বিজ্ঞান বিভাগে ১৪৪০ টাকা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান গুলো প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে অস্বাভাবিক ভাবে বাড়তি ফি আদায় করছে। বক্তাগণ আরও বলেন বোর্ড নির্ধারিত ফি যে ভাবে নির্ধারণা করা হচ্ছে তা সাধারণ গরীব মানুষ ব্যয়ভার বহন কতে পারবে না। শিক্ষার বাণিজ্যিকীকরণ বেসরকারিকরণ চলছে তারই বহিঃপ্রকাশ এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের ফি বৃদ্ধি। বক্তাগণ অবিলম্বে অতিরিক্ত ফি আদায় বন্ধের আহবান জানান।

(আরআই/এএস/অক্টোবর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test