E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মন্দিরে চুরি

২০১৫ নভেম্বর ০১ ১৬:৫৬:৫০
নওগাঁয় মন্দিরে চুরি

নওগাঁ প্রতিনিধি :রবিবার ভোর রাতে নওগাঁ শহরের সুলতানপুর শ্রীশ্রী নিতাই-গৌর ভজন মন্দিরে ( হা-গৌরাঙ্গ মন্দিরে) চুরির ঘটনা ঘটেছে।

ভোর সাড়ে ৩টার দিকে চোর অভিনব কায়দায় মন্দিরের উত্তর পাশের সরু গলিপথ দিয়ে পাট-আঙ্গিনায় প্রবেশ করে চত্বরে অবস্থিত শ্রীগুরু মন্দির ও ভান্ডার ঘরের তারা ভেঙ্গে ভিতর থেকে কাঁসার থালা-বাসন, ৩ জোড়া করতাল (জুরি), প্রায় ২ হাজার টাকা মূল্যের বড় ঢাঁসা (কাশর) এবং মন্দিরের সামনে রক্ষিত দানবাক্স ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে।

চোর মন্দিরের প্রধান ফটক না খুলে ওই সরু পথেই পিতলের বড় ডেক ও গামলা বের করতে না পেরে ফেলে রেখে যায়। তারা ঠাকুর ঘর ও ভান্ডার ঘরে রক্ষিত সাব-বাক্স ভেঙ্গে কাপড়-চোপর তছনছ করে ফেলে পালিয়ে যায়। সকালে মন্দিরের সেবায়েত ব্রজেন্দ্র নাথ দাস টের পেয়ে কমিটির লোকজনকে জানান। খবর পেয়ে কমিটির অন্যতম সদস্য নারায়ন চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি, স্থানীয় কাউন্সিলর প্রদীপ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে গোপাল চন্দ্র সাহা ও সুনীল কুমার সাহা জানান, চুরির খবর পেয়েই তারা এবিষয়ে থানায় অভিযোগ করেছেন। বেলা ১১টায় থানার এসআই নিপেন চন্দ্র ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।



(এনএস/এসসি/নবেম্বর০১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test