E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০১৫ নভেম্বর ০৪ ১৫:৪৫:২৮
নওগাঁয় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পরকীয়ার ঘটনাকে ভিন্নদিকে প্রবাহিত করে নারী নির্যাতনের অভিযোগ এনে ৪ বিদ্যুৎ কর্মকর্তা এবং বাড়ির কেয়ারটেকারসহ ৫ জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত উপ-সহকারী প্রকৌশলী মোঃ লাহরী খানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শ্রমিকলীগ।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ জেলা কমিটির সভাপতি জহুরুল সিদ্দিকী মিলন, সাধারন সম্পাদক মাহমুদুল হক সোহেল, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের জেলা সভাপতি শামসুল আলম, বিদ্যুৎ বিভাগের উচ্চমান সহকারী আবুল বাশার, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের নেতা আবুল কালাম আজাদ, শ্রমিকদলের সভাপতি হারুন-অর-রশিদ প্রমুখ। এদিকে বুধবার গ্রেফতারকৃত পিডিবির উপ-সহকারী প্রকৌশলী মোঃ লাহরী খানের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাকে জেল গেটে জিঞ্জাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী লাহরী খান তার স্ত্রী তাসনুবা রেজা ত্রপাকে নিয়ে নওগাঁ শহরের চকমুক্তার মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গত ২২ অক্টোবর রাতে লাহরী খানের স্ত্রী তাসনুবা রেজা ত্রপা কফির সঙ্গে উচ্চ ক্ষমতা সম্পন্ন ঘুমের ওষুধ খাইয়ে ঘুমিয়ে রেখে প্রাক্তন প্রেমিক ত্রপার পিতার বাড়ি কুষ্টিয়ার আড়ুয়াপাড়া মহল্লার মোঃ মাসুদুল হকের ছেলে মুক্তার হোসেন নামে এক যুবকের সঙ্গে পাশের ঘরে সারারাত কাটায়।

সকালে ঘুম ভেঙ্গে গেলে পাশে স্ত্রীকে না দেখে পাশের ঘরে গিয়ে তাদের অপত্তিকর অবস্থায় দেখতে পায়। এ সময় ঘর তালাবদ্ধ করে বাড়ির কেয়ারটেকারসহ প্রতিবেশীদের ডেকে এনে বিষয়টি অবহিত করেন। তাদের পরামর্শে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়। পরে থানায় বসে ত্রপার পিতা মাতার উপস্থিতিতে দেনমোহর এবং ৩ মাসের খোরপোষ বাবদ ১লাখ ৬০ হাজার টাকা পরিশোধের মাধ্যমে উভয়ের মধ্যে খোলা তালাকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। পরে বাবা মা’র সাথে ত্রপা এবং মুক্তার হোসেনকে কুষ্টিয়া পাঠিয়ে দেয়া হয়।

ঘটনার প্রায় ১০ দিন পর ১লা নবেম্বর গভীর রাতে ত্রপার মা বাদী হয়ে মেয়েকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ এনে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় উক্ত লাহরী খান, বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী ফজলুল করিম, উপ-সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ এবং বাড়ির কেয়ারটেকার প্রভাষক মনিরুজ্জামান বিদ্যুৎকে আসামী করা হয়েছে। এরই প্রেক্ষিতে পুলিশ লাহরী খানকে গ্রেফতার করে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ্দ করে।

মানববন্ধন চলাকালে অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা ঘোষণা করেন। মামলা প্রত্যাহার করে বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ন এই ব্যক্তিদের কাজ করার সুযোগ না দিলে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম বিঘ্নিত হলে তার দায় দায়িত্ব প্রশাসনের বহন করতে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

(বিএম/এএস/নভেম্বর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test