E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

২০১৪ মে ২৬ ১৮:৩৭:৪৩
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের যেকোনো সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা নিরসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন ইউএনডিপি প্রতিনিধি দল।

সোমবার দুপুরে সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার কার্যালয়ে সাক্ষাত করতে আসেন ইউএনডিপি হেডকোয়ার্টারের কনসালট্যান্ট জোস ডি হে এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাতকালে ডেপুটি স্পিকার তাদের বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করতে তারা এ সহযোগিতা দেবেন বলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাতকালে জানিয়েছেন।

সংবিধান সংশোধনের ক্ষেত্রে সুশিল সমাজের ভূমিকা সম্পর্কে ইউএনডিপি’র প্রতিনিধিরা জানতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, শুধু সুশিল সমাজ নয়, সমাজের সব শ্রেণী-পেশার মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হয়েছে। সব শ্রেণীর মতামতের ভিত্তিতে দুই তৃতীয়াংশ জনপ্রতিনিধিদের সমর্থন নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে তা পাস করা হয়।

প্রতিনিধিরা বাংলাদেশ পার্লামেন্টের কমিটি ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, বর্তমান বাংলাদেশে সংসদে কমিটিগুলো অত্যন্ত কার্যকারী ও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রতিটি মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কমিটি আপোষহীন।

গণতন্ত্রের প্রশ্নে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ১৯৭৫ সালে জাতির জনকের হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় গণতন্ত্রের ক্রান্তিকাল অতিক্রম করেছে। নব্বই এর দশকে প্রধানমন্ত্রী শেখ হসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশে গণতন্ত্রের উত্থান ঘটে। তারপর থেকেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এবং তৃণমূল পর্যায়ে বিকশিত হতে থাকে।

(ওএস/এটিআর/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test