E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় প্রশান্তির বৃষ্টি জলাবদ্ধতায় ম্লান

২০১৪ মে ২৬ ১৯:০০:২৭
মুক্তাগাছায় প্রশান্তির বৃষ্টি জলাবদ্ধতায় ম্লান

ময়মনসিংহ প্রতিনিধি : মাত্র দশ মিনিট বৃষ্টি হলেই তলিয়ে যায় বৃটিশ আমলে প্রতিষ্ঠিত মুক্তাগাছা পৌরসভার বহু রাস্তা (১৮৭৮) । বড় মসজিদ রোড , দরিচারআনি বাজার , লক্ষীখোলা , কলেজ রোডসহ অনেক রাস্তায় সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা ।

এলাকাবাসীর অভিযোগ, নিচু রাস্তা এবং অপরিস্কার ড্রেনেজ ব্যবস্থার কারণে সৃষ্টি হয় এই জলাবদ্ধতার । গত এক সপ্তাহের তীব্র তাপদাহ আর প্রচন্ড গরমে অস্থির হয়ে উঠেন পৌরবাসী । আজ সোমবার দুপুর দুইটার দিকে আসে প্রশান্তির বৃষ্টি । গরমে বৃষ্টি জনজীবনে প্রশান্তি আনলেও মাত্র দশ মিনিটের বৃষ্টিতে তলিয়ে যায় শহরের অনেক গুরুত্বপূর্ন রাস্তা । প্রাশান্তির বৃষ্টি ম্লান করে দেয় মানুষকে । জলাবদ্ধতায় সৃষ্টি হয় চলাচল দুর্ভোগে । পৌরসভা কর্তৃপক্ষ জানান , বর্ষার আগেই সমস্যার সমাধান কল্পে পদক্ষেপ নেয়া হবে ।
(এমডি/এএস/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test