E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত,আহত ১

২০১৫ নভেম্বর ০৬ ২০:৩৪:৪৬
গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত,আহত ১

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পারুল বেগম (৪০) নামের একগৃহবধূ নিহত হয়েছে। এসময় তার স্বামী আফজাল মিস্ত্রী (৫৮) গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার উপজেলার কচুয়া ইউনিয়নের বুরুঙ্গী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল হোসেনের সম্পত্তির অংশীদার নুরুল ইসলাম, সাইফুল ও হায়দারের সাথে বসতভিটার আড়াই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

শুক্রবার জমি সংক্রান্ত বিষয় নিয়ে আফজালের সাথে নুরুল ইসলাম গংদের কথা কাটাকাটি হয়। নুরুল ইসলাম ও তার লোকজন লাঠিসহ ধারালো অস্ত্র দিয়ে আফজালের ওপর হামলা চালায়। আফজালের স্ত্রী পারুল বেগম তাদের বাধা দিলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর আহত আফজাল হোসেনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পারুল বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারুল বেগমের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে প্রতিপক্ষ নুরুল ইসলাম গং পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নুরুল ইসলাম গংদের বিরুদ্ধে সাঘাটা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

(আরআই/এসসি/নবেম্বর০৭,২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test