E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে ট্রাফিক পুলিশের ওপর হামলা

২০১৫ নভেম্বর ০৭ ১০:৫১:০৯
হবিগঞ্জে ট্রাফিক পুলিশের ওপর হামলা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর এলাকায় দুর্বৃত্তের হামলায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. বায়েজিদসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে মাধবপুর হয়ে ফেরার পথে স্থানীয় আদাউর বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের এ সংবাদ জানিয়েছেন।

মাধবপুর থানার ওসি মো. মনির হোসেন জানান, মাইক্রোবাসযোগে যাওয়ার পথে তারা ডাকাতের কবলে পড়েন। ডাকাত দল তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে মাধবপুর থানার ওসি মোল্লা মনিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ডাকাতরা মাইক্রোবাসের চাবি নিয়ে পালিয়ে যাওয়ায় মাধবপুর থানা পুলিশ গাড়ি মেরামত করে দিলে ভোরে আহত পুলিশ পরিদর্শকসহ অন্যান্যরা ব্রাহ্মণবাড়িয়া চলে যান।

নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্টসহ ৫ জন ডাকাতের কবলে পড়েছে বলে শুনেছি। ঘটনাস্থল হবিগঞ্জের মাধবপুরে হওয়ায় সেখানকার ওসি ঘটনাস্থলে গেছেন। তবে হামলার শিকার পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

(ওএস/এসসি/নবেম্বর০৭,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test