E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামায়াত নেতা মাদ্রাসা সুপারের তেলেসমাতি!

২০১৫ নভেম্বর ০৭ ১৬:৪১:৪১
জামায়াত নেতা মাদ্রাসা সুপারের তেলেসমাতি!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২০১৩ সালে পিএসসি পাস করে বর্তমানে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ২ শিক্ষার্থী  চলতি জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

তবে সংশ্লিষ্ট মাদ্রাসার সুপার জামায়াত নেতা শরিফ উদ্দিন মাযহারি মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ৭ম শ্রেণির ছাত্রী মোছাঃ শান্তনা খাতুন (পরীক্ষার রোল নং ১৮৫৯৬) ও মোঃ রাব্বি আল ইমন (রোল নং ১৮৭৬১৯) কে পরীক্ষা দেয়ার সুযোগ করে দিয়েছেন বলে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কয়েকটি দপ্তরে অভিযোগ করেছেন এলাকাবাসী। নির্ধারিত সময়ের আগে কিভাবে ওই ২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রাণীনগর উপজেলা সদরের আল্ আমিন দাখিল মাদ্রাসায় এমন ঘটনা ঘটেছে।

অভিযোগে জানা গেছে, গত ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসার ছাত্রী শান্তনা খাতুন (রোল নং ২৪) ও দারুল ইহসান কিন্ডার গার্ডেনের ছাত্র মোঃ রাব্বী আল ইমন (রোল-৬৬৩) অংশ নিয়ে দু’জনেই পরীক্ষায় পাস করে। গত ২০১৪ সালে তারা দু’জনেই আল আমিন দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। নিয়মানুসারে এই দুই শিক্ষার্থীর ২০১৬ সালে জেডিসি পরীক্ষা দেবার কথা। অথচ শিক্ষাবর্ষ সমাপ্ত না করেই অনিয়মের মাধ্যমে মাদ্রাসার সুপারিটেনডেন্টকে ম্যানেজ করে এই দু’জন শিক্ষার্থী বহাল তবিয়তে ২০১৫ সালে রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষা দিচ্ছে।

এ ব্যাপারে আল আমিন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ শরিফ উদ্দিন মাযহারি জানান, আমি কোন অনিয়ম করিনি। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে ওই ২ শিক্ষার্থীকে জেডিসি পরীক্ষা দেবার ব্যবস্থা করা হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খাঁন বলেন, ওই দুই শিক্ষার্থীর পরীক্ষা দেবার বৈধ্যতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(বিএম/এলপিবি/নভেম্বর ৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test