E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে সাম্য হত্যা মামলার আসামীদের রিমান্ড নামঞ্জুর

২০১৫ নভেম্বর ০৮ ১৭:১৭:৩২
গোবিন্দগঞ্জে সাম্য হত্যা মামলার আসামীদের রিমান্ড নামঞ্জুর

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান সরকারের পুত্র  নবম শ্রেণির ছাত্র আশেকুর রহমান সাম্য হত্যা মামলার পলাতক আসামীদের সম্পত্তি ক্রোকী পরোয়ানা ও আটক ৪ আসামীর রিমান্ড ও ৩ আসামীর বয়স নির্ধারণ বিষয়ে  শুনানীর জন্য রবিবার দুপুরে আদালতে হাজির করা হয়।

দীর্ঘ শুনানির পর গোবিন্দগঞ্জ (চৌকি) আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ,এস, এম, তাসকিনুল হক আসামীদের বয়স নির্ধারণের জন্য সিভিল সার্জনের মাধ্যমে প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ দেন। প্রতিবেদন অনুযায়ী বয়স ১৮ বছরের ওপর হলে জেল গেটে জিজ্ঞাসাবাদ আর তা না হলে শিশু সংশোধনাগারের মধ্যে পর পর তিন দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন। শুনানীর সময় আদালতে সাম্য’র পিতা পৌর মেয়র আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন। এদিকে আসামীদের আদালতে শুনানীর জন্য হাজিরের দিন ধার্য্য থাকায় আদালত ও শহর জুড়ে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা ।

মামালার তদন্তকারী কর্মকর্তা এই মামলায় আটককৃত ৮ আসামীর মধ্যে শাহরিয়ার কবির হৃদয়,রফিকুল ইসলাম সজিব, জাকির প্রধান ও আলমিন কে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশী রিমান্ড ও পলাতক আসামীদের সম্পত্তি ক্রোকী পরোয়ানার আবেদন করেছিলেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সকালে গোবিন্দগঞ্জ পৌরসভার বটতলীর একটি বাড়ীর সোকোয়েল থেকে সাম্য’র হাত-পা বাধা বস্তাবন্দি লাশ উদ্ধার সহ ৮জনকে আটক করে পুলিশ। আটক ৮ আসামীর মধ্যে শাহরিয়ার কবির হৃদয়,রফিকুল ইসলাম সজিব ও জাকির প্রধান এর বয়স ১৮ বছরের কম দেখিয়ে শিশু সংশোধনাগারে রাখা হয়।

(এসআরডি/এসসি/নবেম্বর৮ ,২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test