E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি-জামায়াত কোন রাজনৈতিক দল নয়, ওরা জঙ্গি

২০১৫ নভেম্বর ০৮ ১৯:৩৭:২৩
বিএনপি-জামায়াত কোন রাজনৈতিক দল নয়, ওরা জঙ্গি

গোপালগঞ্জ প্রতিনিধি :আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত কোন রাজনৈতিক দল নয়, ওরা জঙ্গি সংগঠন। ওরা আন্দোলনের
নামে পেট্রোল বোমা মেরে দুই’শ মানুষকে হত্যা ও পাঁচ’শ মানুষের শরীর ঝলসে দিয়েছে।

ওরা পেট্রোল বোমা মেরে এদেশে গণতন্ত্র আনতে চায়। এদেশের মানুষ জনগণের গণতন্ত্র চায়, সামরিক গণতন্ত্র চায় না।

তিনি আজ রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। তাই আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। জনগণ যুদ্ধাপরাধীদের বিচার চায় বলেই ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করেছে। জনগণই হলো আওয়ামীলীগের মূল শক্তি। সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করলে বিএনপি’র সাথে সংলাপ হতে পারে উল্লেখ করে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, খালেদা জিয়া লন্ডনে বসে আবারও ষড়যন্ত্র শুরু করেছে।তিনি বলেন, কোন খুনির সাথে সংলাপ হতে পারে না। খালেদা জিয়া এখন দ্বিমুখিনীতি গ্রহন করেছে। তারা সংলাপ চায় আবার বিদেশী ও পুলিশ হত্যা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তিনি বলেন, আমরাও সংলাপ চাই। কিন্তু,
এর আগে খালেদা জিয়াকে সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করতে হবে। গুপ্ত হত্যা বন্ধ করতে হবে। কেন্দ্রীয় আওয়ামীলীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক
এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহিন ঝুড়ি না। নিজেদের টাকায় পদ্মাসেতুর কাজ শুরু করে শেখ হাসিনা বিশ্ব ব্যাংককে গুডবাই জানিয়েছিলেন।

এখন বিশ্বব্যাংক আমাদের সব প্রজেক্টেই টাকা দিতে চায়। এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমাজ কল্যাণ সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আব্দুর রহমান, এমপি, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, জেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক লিয়াকত আলী মোল্লা বক্তব্য রাখেন।

সম্মেলন সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা আওয়ীমীলীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর।



সম্মেলন শেষে সাবেক সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধরকে সভাপতি ও সাবেক কমিটির সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতাদের নাম পরে ঘোষণা করা হবে বলে ঘোষণা দেয়া হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে
পুরো উপজেলা ছিল উৎসব মুখর।


(এমএইচএম/এসসি/নবেম্বর০৮,২০১৫)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test