E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুন্সীগঞ্জে বাসচাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত

২০১৫ নভেম্বর ০৯ ১২:১৮:৫০
মুন্সীগঞ্জে বাসচাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি :ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় রিফাত তালুকদার (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অপর এক জেএসসি পরীক্ষার্থী জিশান আহমেদসহ (১৩) অজ্ঞাতপরিচয় রিকশাচালক।

হতাহত জেএসসি পরীক্ষার্থীরা রাজানগর-সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। রিফাতের বাবার নাম রিপন তালুকদার ও জিশান মঞ্জুরুল আলমের ছেলে। তাদের বাড়ি রাজানগর ইউনিয়নের তেঘড়িয়া গ্রামে। এ ঘটনার পর জনতা মহাসড়ক অবরোধ করলে ব্যস্ততম এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জানা যায়, জেএসসি পরীক্ষার্থী রিফাত ও জিশান সম্পর্কে মামা ভাগ্নে। তারা আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নীমতলা বাসস্ট্যান্ড থেকে একটি রিকশাযোগে মহাসড়ক দিয়ে বিক্রমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হয়। কিছুটা পথ অতিক্রমের পরই মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরীক্ষার্থী রিফাত তালুকদার নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার ভাগ্নে জিশান আহমেদকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত অজ্ঞাতপরিচয় রিকশাচালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনার পরপরই জনতা মহাসড়ক অবরোধ করে। এ সময় উত্তেজিত জনতা কয়েকটি বাস ভাঙচুর করে। এতে ব্যস্ততম এ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় দিকে দেখা দিয়েছে তীব্র যানজট। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সকাল ১১টায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়কটি সচল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।



(ওস/এসসি/নবেম্বর০৯,২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test