E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দু’সপ্তাহ পর কয়লা বোঝাই কার্গোটির উদ্ধার কাজ শুরু

২০১৫ নভেম্বর ১০ ১৫:১৯:১৬
দু’সপ্তাহ পর কয়লা বোঝাই কার্গোটির উদ্ধার কাজ শুরু

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে পশুর চ্যানেলে কায়লা নিয়ে ডুবে যাওয়া দুই সপ্তাহ পর অবশেষে কার্গোটির উদ্ধার কাজ আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। ডুবে যাওয়া কার্গোটির মালিক পক্ষ ‘ভাই-ভাই স্যালভেজ’ নামে উদ্ধার কাজ পরিচালনাকারী একটি বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠান এই উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কার্যক্রম শেষ করতে এক সপ্তাহ থেকে ১০ দিন সময় লাগতে পারে। কার্গোটি উদ্ধারকারী ঠিকাদার আব্দুস সাত্তার সকালে এতথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার গাজী মতিয়ার রহমান সোমবার সকালে বলেন, ধীরে ধীরে পশুর নদীর পানির নিচে পুরোপুরি ডুবে যাওয়া কর্গোটি উদ্ধারে মালিক পক্ষ সোমবার সকাল থেকেই উদ্ধার কার্যক্রম শুরু করেছে। কার্গোটিকে উদ্ধার করতে মালিকের উদ্ধারকারী ভাড়া করা নৌযান এমভি তানজিল-১এ সকাল থেকেই কয়লা উত্তোলনের কাজ শুরু হয়েছে। আর ঘটনাস্থল দেখভাল ও নজরদারিতে রয়েছে সুন্দরবন বিভাগের কর্মীরা।

কার্গোটির মালিক দিলদার খান জানান, প্রথমে কয়লা উত্তোলন শেষে ডুবে যাওয়া কার্গোটি টেনে পশুর নদীর চরে এনে উদ্ধার করা হবে। পরে উদ্ধারকারী জাহাজের সাথে বেধে খুলনা শীপইয়ার্ডে নিয়ে যাওয়া হবে। উদ্ধার কার্যক্রম শেষ করতে এক সপ্তাহ থেকে ১০ দিন সময় লাগতে পারে। এই বেসরকারী ঠিকাদার প্রতিষ্ঠানের একটি উদ্দারকারী জাহাজ, দুটি ট্রলারসহ ১৫জন দক্ষ কর্মী ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গোটি উদ্ধার করতে পারবেন বলেও তিনি দাবি করেন।

মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক ( ট্রাফিক) কাজী গোলাম মোক্তাদের ডুবে যাওয়া কার্গোটি মালিক পক্ষের উদ্ধার অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি বর্তমানে মংলা বন্দরের মূল চ্যানেলের বাইরে নিমজ্জিত থাকায় এই চ্যানেল দিয়ে জাহাজ ও নৌযান চলাচলে কোন ঝুঁকি নেই।

এমভি জিয়ারাজ নামের ওই কার্গোটি ৫১০ মেট্রিক টন কয়লা বোঝাই করে খুলনায যাবার পথে ২৭ অক্টোবর রাতে সুন্দরবনে পশুর চ্যানেলে তলা ফেটে ডুবে যায়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের পক্ষ থেকে এই কার্গো ডুবির ঘটনায় ইতিমধ্যে মংলা থানায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে। পুলিশ কার্গোর মাষ্টার বুলু গাজীকে আটক করে। অন্য আসামি কার্গোরটির মালিক দিলদার খানকে এখনও পলাতক রয়েছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, কার্গোর মালিককে আটকের চেষ্টা চলছে। একই সাথে মামলার তদন্ত কাজ এগিয়ে চলছে।

(একে/এএস/নভেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test