E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে গৃহবধূকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

২০১৫ নভেম্বর ১১ ১৬:৩০:৪১
বাগেরহাটে গৃহবধূকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ফরিদা বেগম নামের এক গৃহবধুকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মুত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেন। দন্ডপ্রাপ্ত রুহুল হাওলাদার (৪১) বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, ২০১২ সালের ২৮ মে দুপুরে শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের রুস্তুম আলীর স্ত্রী ফরিদা বেগমকে (৫০) জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আসামি রুহুল আমিন হাওলাদার কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে এলাকাবাসি রহুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন নিহতের বোন আলেয়া বেগম বাদি হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দয়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা ও শরণখোলা থানার তৎকালিন উপ-পরিদর্শন (এসআই) রেফাতুল ইসলাম ওই বছরের ৮ আগষ্ট রুহুল হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে বুধবার বাগেরহাট আদালত এই রায় ঘোষণা করেন।

(একে/এএস/নভেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test