E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে ছিনতাই হওয়া মাইক্রোবাস উদ্ধার

২০১৫ নভেম্বর ১১ ১৮:৫৫:২০
রাণীনগরে ছিনতাই হওয়া মাইক্রোবাস উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চালককে খুন করে ছিনতাইকৃত মাইক্রোবাস ৩ দিন পর লক্ষ্মীপুর জেলা সদরের একটি স্কুল মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে হত্যা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, গত রবিবার বিকেলে মাইক্রোবাস চালক রহিদুল ইসলাম স্ত্রী রিতাকে রাণীনগর রেল ষ্টেশন থেকে ঢাকার ভাড়া আছে জানিয়ে বাড়ি থেকে বের হয়। পরদিন সোমাবার সন্ধ্যার দিকে রাণীনগর উপজেলার দেউলিয়া-বড়গাছা সড়কের ত্রিমোহানি নামক খালের পানিতে দঁড়ি দিয়ে হাত-পা ও মুখ বাধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে দেশের প্রতিটি জেলা পুলিশের কাছে চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাইয়ের বেতার বার্তা পৌছানো হয়। এরপর থেকে বিভিন্ন জেলার পুলিশ হাইওয়ে সড়কগুলোতে পুলিশ চেকপোস্ট বসায়। ঘাতকরা গাড়ি নিয়ে লক্ষ্মীপুর জেলায় পৌছালে পুলিশের চেকপোস্ট অতিক্রম করতে ব্যর্থ হয়ে পাশের উত্তর মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ বুধবার বেলা ১১টায় মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খাঁন জানান, ছিনতাইকৃত মাইক্রোবাসটি উদ্ধার করেছি। তবে চালক রহিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারে জোড় তৎপরতা অব্যাহত রয়েছে। খুব শীঘ্রিই এই হত্যাকান্ডের মূল রহস্য উৎঘাটন হবে বলে দাবি করেন তিনি।

(বিএম/এএস/নভেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test