E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে মাটিচাপা ও সড়ক দূর্ঘটনায় ২জনের মৃত্যু

২০১৫ নভেম্বর ১২ ১৩:২৬:৪৯
গৌরীপুরে মাটিচাপা ও সড়ক দূর্ঘটনায় ২জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুরে ইটভাটায় মাটি চাপা পড়ে ১জন নিহত ও ৩জন আহত এবং সড়ক দূর্ঘটনায় আহত এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

রামগোপালপুর ইউনিয়নের শিবপুরে বুধবার মেসার্স শামছু ব্রিকসে মাটি চাপায় ইটভাটার শ্রমিক তোতা মিয়া (৪০) মারা যায়। সে রামগোপালপুর ইউনিয়নের উরুয়াকোনা গ্রামের ফখর উদ্দিনের পুত্র। এ সময় আরও ৩জন শ্রমিক আহত হয়। মালিক নজরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে ২৬/২৮জন শ্রমিক ইট তৈরির জন্য মাটি প্রস্তুতকালে মাটির টিবি ধসে পড়ে তোতা মিয়া মারা যায়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামকস্থানে মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-২১-৭০৬৭) চাপায় গুরুত্বর আহত হয় ২য় শ্রেণির ছাত্র নুরে আলম (১০)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাঁওরামগোপালপুর গ্রামের দিনমজুর আব্দুল হামিদের পুত্র গুরুত্বর আহত নুরে আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে রাত ১১টায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অসহায় পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে পারেনি। শিশুটির চিকিৎসায় কেউ এগিয়ে না আসায় কৃষক বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়। অতিরিক্ত রক্তক্ষরণে বিনা চিকিৎসায় বুধবার ভোরে মারা যায়। দূর্ঘটনাকারী প্রাইভেটকারটিকে ঈশ্বরগঞ্জে জনতা আটক করে থানায় হস্তান্তর করে।

(এসআইএম/এনএস/নভেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test