E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

২০১৫ নভেম্বর ১২ ১৮:০৫:৩৫
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি :আজ বৃহস্পতিবার শহীদ খুশী রেলওয়ে মাঠ প্রঙ্গনে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।  এতে রাজবাড়ী দুই আসনের সাংসদ জিল্লুল হাকিম সভাপতি এবং কাজী কেয়ামত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ সকাল ১০.০০ ঘটিকায় এই সন্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর ১.০০ ঘটিকায় এই সন্মেলনের উদ্বোন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আলোচনার প্রস্থাব প্রত্যাখ্যান করে বলেন, এই মূহুর্তে আলোচনার কোন সুযোগ নেই। তিনি বলেন এখন দেশ কোন সংকটে নেই যে আলোচনার দরকার প্রয়োজন। তিনি আরো বলেন আলোচনার যখন দরকার ছিলো প্রধানমন্ত্রী তো সেসময়ে টেলিফোন করেছিলো তখন কোথায় ছিলো আলোচনা? এখন বিদেশিদের হত্যা করেছেন, প্রেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছেন তার বিচার বন্ধ করার জন্য আলোচনার প্রস্থাব করছেন? এটা বাংলার মাটিতে হবে না।

অনান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হনিফ, সাংগঠনিক সম্পাদক বি,এম মোজাম্মেল হক, হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক আহমেদ হোসেন। তিনি তার বক্তব্যে হতাশা ব্যক্ত করে বলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সন্মেলনে এমন উপস্থিতি তাকে হতাশ করেছে। সন্মেলনকে কেন্দ্র করে রাজবাড়ী আওয়ামীলীগের মাঝে কয়েকদিন ধরেই ছিলো উৎসবের আমেজ। নেতা কর্মীদের মাঝে বেশ আগ্রহ ছিলো কে হচ্ছেন জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক? নেতাকর্মীদের কৌতুহল ছিলো সাধারণ সম্পাদক পদকে ঘিরে। অনেকের ধারণা ছিলো রাজবাড়ী ০১ আসনের বর্তমান সাংসদ কাজী কেয়ামত আলীকে পরাজিত করে তার ভাই কাজী ইরাদত আলী হতে পারেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আবশেষে দুপুর গড়িয়ে বিকাল ৪.৩০ মিনিটে দ্বিতীয় অধিবেশনে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমকে সভাপতি এবং রাজবাড়ী এক আসনের সাংসদ কাজী কেরামত আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি করে নতুন ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

(ডিবি/এসসি/নবেম্বর১২,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test