E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রকেট সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

মুক্তিপণের টাকার জন্যই ফুফাতো ভাইকে অপহরণ

২০১৫ নভেম্বর ১২ ২০:১৯:৫৬
মুক্তিপণের টাকার জন্যই ফুফাতো ভাইকে অপহরণ

নওগাঁ প্রতিনিধি :মুক্তিপণের টাকা আদায়ের জন্যই ফুফাতো ভাই শিশু শোয়েব (৮)কে অপহরণ করা হয়। নিজেদের জড়িয়ে ঠিক এমনভাবেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার কুশমইল ইউনাইটেড কেজি স্কুলের ৩য় শ্রেণির ছাত্র শিশু শোয়েব শাহ্ (৮) অপহরণ মামলার গ্রেফতার হওয়া আসামী শোয়েবের মামাতো ভাই রকেট ওরফে ভোদন(২০) ও সোয়েল ওরফে সোহেল (২৯)।

এদের দু’জনেরই বাড়ি পোরশার গুন্দইল গ্রামে। বুধবার বিকেলে তারা আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। বৃহস্পতিবার নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, সোমবার বিকেল ৫টার দিকে নিয়ামতপুরের কুশমইল ইউনাইটেড কেজি স্কুল মাঠ থেকে নিজের মামাতো ভাই রকেট ওরফে ভোদন মুক্তিপণ আদায়ের জন্য তার সহযোগীদের নিয়ে কৌশলে শিশু শোয়েবকে ফুঁসলিয়ে অপহরণ করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ মাত্র ৪ ঘন্টা পর রাত ৯টার দিকে সাপাহারের দোয়াশ গ্রামের মাঠ থেকে অপহৃত শিশু শোয়েবকে উদ্ধার ও অপহরণকারী রকেট ও সোহেলকে গ্রেফতার করে।

(বিএম/এসসি/নবেম্বর১২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test