E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুবলারচরে ২৪ নভেম্বর থেকে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু 

২০১৫ নভেম্বর ১২ ২০:৪৫:২৬
দুবলারচরে ২৪ নভেম্বর থেকে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু 

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে এবার ৩দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হবে ২৪ নভেম্বর থেকে।

প্রথম দিন ভোরের সমুদ্রের জোয়ারের পানিতে সনাতন হিন্দু নর-নারীরা তাদের পাপ মোচনের প্রত্যাশায় পূণ্যস্নানে আংশ নেবেন। ৬শত বছরের অধিককাল ধরে দরবেশ গাজী-কালুর পূণ্যভূমি সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে পূণ্যস্নান হয়ে আসলেও সুন্দরবন বিভাগের হিসাব মতে এবছর ১৩২তম রাস উৎসব অনুষ্ঠিত হবে।

নভেম্বরের রাস পূর্ণিমার পরদিন সকালের প্রথম জোয়ারে সনাতন হিন্দু সম্প্রদায়ের সব বয়সের লোকজন দুবলার চরের আলোরকোলে পূণ্যস্নানে অংশ গ্রহণ করে থাকে। কালের বিবর্তনে জেলে ও বণ্যজীবীসহ অন্যান্য ধর্মালম্বীরাও সুন্দরবনের দরবেশ গাজী-কালুর স্বরণের মানত দিতে এখন এই উৎসবে যোগ দিচ্ছেন। প্রতি বছর দেশের বিভিন্ন ধর্মের প্রায় অর্ধ লাখ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের কয়েক হাজার ইকো ট্যুরিষ্ট (প্রতিবেশ পর্যটক) ঐতিহ্যবাহী এই রাস উৎসবে যোগ দিয়ে থাকে। বসে ৩দিনব্যাপী মেলা।

এবছরও রাস উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সুন্দরবন বিভাগ, দুবলা ফিশারম্যান গ্রুপ, রাস উৎসব উদযাপন কমিটি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এই উৎসবকে সামনে রেখে দর্শনার্থীর ছদ্মবেশে চোরা শিকারীর দল সুন্দরবনের হরিণ শিকারে মেতে ওঠে। এবার হরিণ শিকার রোধ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবন বিভাগসহ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কঠোর ব্যবস্থা গ্রহন করেছে। এজন্য সুন্দরবন জুড়ে জারী করা হচ্ছে অঘোষিত রেড এলার্ট। বাতিল করা হয়েছে সুন্দরবন কর্মকর্তা- কর্মচারীদের ছুটি।

রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি মেজর (অব:) জিয়াউদ্দিন জানান, বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবনের দুবলারচরের আলোরকোল এবছর ১৩২তম রাস উৎসব অনুষ্ঠিত হবে। সুন্দরবন বিভাগের হিসেবে এ তথ্যটি পাওয়া গেলেও ঐতিহাসিকদের মতে ১৪০০ খ্রিস্টাব্দের আগে থেকেই সুন্দরবনে রাস উৎসব হয়ে আসছে। প্রতি বছর বাংলা কার্ত্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকের রাস পূর্ণিমার তিথীতে এই রাস উৎসব উদযাপিত হয়ে থাকে। হিন্দু ধর্মাবলম্বীরা রাস পূর্ণিমার পর দিন প্রথম জোয়ারে বঙ্গোপসাগরের লোনা পানিতে পূণ্যস্নান করে তাদের পাপ মোচন হবে এমন বিশ্বাস নিয়ে রাস উৎসবে যোগ দিয়ে থাকে।

জেলে ও বনজীবীসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও সুন্দরবনের দরবেশ গাজী-কালুর স্মরণে মানত দিতে এখন এই উৎসবে যোগ দিচ্ছেন।


(একে/এসসি/নবেম্বর১২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test