E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চকবনমালী স্কুল মাঠ থেকে ঠিকাদারী মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ

২০১৫ নভেম্বর ১৩ ১৬:৪১:২২
চকবনমালী স্কুল মাঠ থেকে ঠিকাদারী মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার চকবনমালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবৈধভাবে রাখা ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল ইকবাল লিমিটেডের ইট, খোয়া, বালু, মেশিন পত্রসহ সমস্ত মালামাল সরিয়ে নিতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত।

বৃহষ্পতিবার ওই স্কুল মাঠে আয়োজিত এলাকাবাসীসহ অভিভাবক সমাবেশে ইউএনও এই নির্দেশ দেন। অভিভাবকগণ অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে মোটা অংকের অর্থ দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানটি স্কুল মাঠে অবৈধভাবে মালামাল রেখেছে কাজ করার জন্য। মিকচার মেশিন, খোয়া, পাথর ভাংগা মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি স্কুল মাঠে স্থাপন করায় যার শব্দে স্কুলে পড়াশুনার বিঘ্ন ঘটছে। এছাড়া মিকচার মেশিন চললে যেমন শব্দ তার ১০গুন বেশী ধুলাবালি উড়ে পরিবেশ মারাত্মকভাবে দূষন করছে। এতে কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য হুমকীর মুখে পড়ছে। নওগাঁ থেকে নজিপুর পর্যন্ত সড়ক প্রশ্বস্ত করন ও সংস্কার কাজ সম্পন্ন করতে প্রায় ১০ মাস সময় লাগবে।

এলাকাবাসীর অভিযোগ, মেশিনগুলি স্থাপন করা হয়েছে স্কুল মাঠে তা অনেকটা গায়ের জোরেই করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছানাউল হাবিব, আধাইপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

(বিএম/এএস/নভেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test