E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৬৮তম জন্ম বার্ষিকী পালিত

২০১৫ নভেম্বর ১৩ ১৭:৩০:১৩
বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৬৮তম জন্ম বার্ষিকী পালিত

বালিয়াকান্দি(রাজবাড়ী):আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক, “বিষাদসিন্ধু” উপন্যাসের রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৬৮তম জন্মদিন আজ। মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৯৪৭ সালে কুষ্টিয়া জেলার গৌরনদীর তীরের লহিনীপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।

তাঁর জন্মদিন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় পদমদীতে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সকাল ১০টায় কবির স্মৃতিচারণ করে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী দুই আসনের সাংসদ জনাব মোঃ জিল্লুল হাকিম। দুই পর্বের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং বাংলা একাডেমির যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।

কালজয়ী এই উপন্যাসিকের আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিতি দর্শকদের সংখ্যা কম দেখে ক্ষোভ প্রকাশ করেন রাজবাড়ী দুই আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ জিল্লুল হাকিম। মীর মশাররফ হোসেনের সৃষ্টিশীলতার মধ্যে মোসলেম বীরত্ব কাব্যগ্রন্থ, আমার জীবনী এবং বিবি কুলসুম আত্মজীবনী মূলক গ্রন্থ বিশ্ব সাহিত্য দরবারে অমর হয়ে আছে বলে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন।

(বিএম/এসসি/নবেম্বর১৩,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test