E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন ও মহাসড়ক অবরোধ

২০১৫ নভেম্বর ১৬ ১৫:৪৯:৫৫
গোপালগঞ্জে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন ও মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এসএসসি’র টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে রাজি না হওয়ায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও হত্যার হুমকি দিয়েছে ওই স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্য। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

আজ সোমবার বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলার চরবয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কর্মসূচী পালন করে।

স্থানীয় সূত্রে জানাগেছে, এ বছর স্কুল থেকে এসএসসি’র টেষ্ট পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। এসব শিক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষ ফরম পূরণ না করার সিদ্ধান্ত গ্রহন করেন। এতে স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্য সিরাজুল ইসলাম শিক্ষার্থীর পক্ষে অবস্থা নেন এবং গতকাল রবিবার প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামকে ফরম পূরণের জন্য চাপ সৃষ্টি করেন। এতে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় ওই সদস্য নিজ কক্ষে তাকে লাঞ্ছিত করেন এবং হত্যার হুমকি দেয়।

এ ঘটনা স্কুলে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ক্লাশ বর্জন করে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। মহাসড়কের ওই স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আধা ঘন্টা অবরোধ করে রাখে। এসময় শিক্ষার্থীরা সিরাজুল ইসলামের বিচারের দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। এতে মহাসড়কে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

অভিযুক্ত ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ফরম পূরণ নিয়ে প্রধান শিক্ষকের সাথে আমার কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। তবে, তাকে লাঞ্ছিত বা হত্যার হুমকি দেয়া হয়নি।

প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম জানান, অকৃতকার্য ওই পরীক্ষার্থীদের কাছ থেকে সিরাজুল ইসলাম নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা গ্রহন করে আমাকে ফরম পূরণে চাপ সৃষ্টি করে। আমি রাজি না হলে তিনি আমাকে গালিগালাজ করেন এবং হাত-পায়ের রগ ও মাথা কেটে নেওয়ার হুমকি দেন। আমি এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করছি।

(এমএইচএম/এএস/নভেম্বর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test