E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক বছরেও ফেরত দেয়নি ফরম পূরণের অতিরিক্ত অর্থ!

২০১৫ নভেম্বর ১৬ ১৬:০৯:৩৮
এক বছরেও ফেরত দেয়নি ফরম পূরণের অতিরিক্ত অর্থ!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : উচ্চ আদালতের রায়, শিক্ষা মন্ত্রীর ঘোষণা, শিক্ষা সচিবের নির্দেশ এক বছরেও কার্যকর হয়নি ময়মনসিংহের গৌরীপুরে। হাইকোর্টের নির্দেশের পরও এসএসসি ও সমমানের পরীক্ষাথীদের নিকট থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দেয়নি। না দেয়ায় আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপিও আমলে নেয়নি প্রশাসন।

২হাজার ৮১৫জন পরীক্ষার্থীর নিকট থেকে প্রায় কোটি টাকা অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ রয়েছে। থেমে নেই চলতি বছরও। নানা কৌশলে অতিরিক্ত ফি আদায়ে পরীক্ষার্থীরা আবারও তা দিতে বাধ্য হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, গত বছর গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৫২জন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬৮জন, নুরুল আমিন খান ১৪০জন, অগ্রদূত নিকেতনের ৭জন, লামাপাড়া আদর্শের ২১জন, শালীহর হাজী আমির উদ্দিনের ৩৭জন, চান্দের সাটিয়ার ২৬জন, মোজাফফর আলী ফকিরের ৩৫জন, বারুয়ামারীর ৭৬জন, ডৌহাখলার ৮৫জন, ধুরুয়া নাজিম উদ্দিনের ৬০জন, রামগোপালপুর পিজেকের ৯৮জন, বেতান্দরের ২৭জন, পাছারের ১০৪জন, গিধাউষা হাসন আলীর ৪৪জন, নহাটার ৮৫জন, বড়ভাগের ৬৫জন, লালখানের ৪৭জন, ভালুকাপুরের ২১জন, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের ১৩১জন, ড. এম আর করিমের ৬৫জন, তালে হোসেন খানের ৪৪জন, সহরবানু বালিকার ৩৭জন, খলতবাড়ীর ৩৯জন, লংকাখোলার ১৬জন, মাওহার ৪৯জন, ভূটিয়ারকোনার ৪৬জন, শ্যামগঞ্জের ১৪০জন, শ্যামগঞ্জ বালিকার ২৭জন, বালিজুড়ীর ৪৪জন, মনাটির ১২১জন, কবুলেন্নেসা বালিকার ৪৮জন, গোবিন্দপুরের ৯১জন, মাইজহাটির ৩৫জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।

দাখিল পরীক্ষায় ইসলামাবাদ সিনিয়র মাদরাসার ৭৯জন, পুম্বাইল এফইউ ফাজিল মাদরাসার ৫২জন, কিল্লাবোকাইনগরের ৪৩জন, শ্যামগঞ্জ ইসলামিয়ার ৪৬জন, শিবপুর এলইউ’র ২৭জন, রাইশিমুল দারুচ্ছুন্নাহর ৩১জন, শাহগঞ্জ মনির উদ্দিনের ৩৫জন, কাউরাট আকবর আলীর ৪৭জন, নামাপাড়া কেরামতিয়া বালিকার ১৮জন, চুড়ালী ইসহাক উদ্দিনের ২০জন, নামাপাড়া কেরামতিয়ার ৩২জন, শালীহর এ মোতালেব বেগের ১৯জন, বেলতলীর দাখিলের ২০জন, পাছার সামাদিয়ার ১৩জন, লক্ষীপুরের ১৮জন, হাসনপুর দাখিল মাদরাসার ৭৯জন, মহিশ্বরণ হোছাইনিয়া মাদরাসার ৫জন পরীক্ষার্থী অংশ নেয়। স্মারকলিপিতে দেয়া অভিযোগ অনুসারে এসএসসির ২হাজার ২৩১জন ও দাখিলের ৫৮৪জনের নিকট থেকে প্রায় ৩হাজার টাকা করে ৮৪লক্ষ ৪৫হাজার টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে।

এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীদের নিকট থেকে ফরম পূরণের জন্য নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়ার জন্য শিক্ষা সচিব নজরুল ইসলাম খান গত ১৪জানুয়ারী ২০১৫ তারিখে পরিপত্র জারি করেন। কিন্তু তা গৌরীপুরে কার্যকর হয়নি। আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে গত ১০মার্চ নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজের নিকট স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীরা জানান, নির্ধারিত বোর্ড ফি’র ২/৩ গুণ অতিরিক্ত অর্থ নেয়া হয়েছে।

ব্যবসা শাখার মো. ফারুক মিয়া, মোঃ হানিফ রাজের নিকট থেকে ৫হাজার টাকা করে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন। অতিরিক্ত ফি ফেরতের দাবিতে স্মারকলিপি প্রদানে মোঃ ফারুক মিয়া, মো. তোফায়েল, মো. মাসুম আলম, মোঃ হানিফ রাজ, মো. একরাম হোসেন, মো. মিজানুর রহমান মিজানসহ ২৬জন ছাত্রছাত্রী স্বাক্ষর করেন। এ স্মারকলিপি দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে ২জন শিক্ষার্থী লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। স্মারকলিপি প্রদানকালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ। প্রায় ৮মাস পর টাকা ফেরত দেয়নি শোনে বিশ্ময় প্রকাশ তিনি আবারও জানান, অবশ্যই টাকা ফেরতের ব্যবস্থা নেয়া হবে।

(এসআইএম/এএস/নভেম্বর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test