E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে অপহৃত ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে পুলিশ

২০১৫ নভেম্বর ১৭ ১২:২৭:০৩
গোপালগঞ্জে অপহৃত ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহৃত ভারতীয় নাগরিক দিনেশ বৈরাগী (৩৬)কে উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার রাত ৯ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রাম থেকে তাকে অপহরন করা হয়। গতকাল সোমবার রাতে তাকে গোপিনাথপুর এলাকা থেকে পুলিশ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছে, গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের ওমর মোল্যার ছেলে আহাদ মোল্যা (২৮) অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের বড় বাজার এলাকায় চটের ব্যবসা করত। সেখানে ১ সন্তানের জননী বিধবা ছুটকি ওরফে রিয়ার (২৫) সঙ্গে আহাদ মোল্যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার মাস আগে ছেলেকে কলকাতায় রেখে আহাদের সঙ্গে ছুটকি গোপালগঞ্জের গোপীনাথপুর গ্রামে চলে আসেন। আহাদের বাড়িতে বসেই ছুটকি হালিমা নাম ধারন করে আহাদকে বিয়ে করেন। তারপর থেকে তারা স্বামী স্ত্রী রূপে ঘর সংসার করছিলেন।
কলকাতায় আহাদের ব্যবসায়ী পার্টনার গোপীনাথপুর গ্রামের আব্দুল্যাহর সাথে এক সপ্তাহ আগে ছুটকির স্বজন দিনেশ বৈরাগী তাকে ভারতে ফিরিয়ে নিতে গোপীনাথপুর গ্রামে আসে। তিনি ওই গ্রামের কুটি মিয়ার বাড়িতে আশ্রয় নেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর ভারতীয় নারগরিককে অপহরনের পরিকল্পনা করা হয়। গত শনিবার রাত ৯ টার দিকে ওই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার ছেলে জুয়েল মিয়া ও আলীম শরীফের নেতৃত্বে মুখোশ পরা আরো ৫/৬ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কুটি মিয়ার বাড়ি থেকে মারপিট করতে করতে টেনে হিচড়ে ওই ভারতীয় নাগরিককে অপহরন করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানিয়েছেন, এ ঘটনায় ভারতীয় নাগরিক দিনেশ বৈরাগীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশকারী এবং তাকে যারা অপহরন করেছিল তাদের নামে অপহরন মামলা হয়েছে। ভারতীয় ওই নাগরিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অপহরনকারী জুয়েল, আলীমসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(এমএইচএম/এনএস/নভেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test