E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুর পৌরসভা নির্বাচন

দুর্গাপুরে আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ত সময় কাটছে

২০১৫ নভেম্বর ১৮ ১৫:২৭:৪৩
দুর্গাপুরে আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ত সময় কাটছে

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে উঠেছে সর্বত্র। পৌর সদরের চায়ের দোকান থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে কে হচ্ছেন; আওয়ামীলীগ ও বিএনপির মনোনিত প্রার্থী।

আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে আসন্ন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। সম্ভাব্য মেয়র প্রার্থীরা সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, মৃত্যুবার্ষিকী উদযাপন, ব্যানার, ফেস্টুন, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মের মাধ্যমে পৌর নাগরিকদের মন জয়ের চেষ্টায় তৎপর হয়ে উঠেছে। চেষ্টা করছে তরুণ ভোটারদের মন জয় করার, এমনকি দলীয় মনোনয়ন পাওয়ার আশায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছেন মোবাইল সহ বিভিন্ন মাধ্যমে।

ইতমধ্যে নির্বাচন কমিশন দলীয় প্রতীকের মাধ্যমে চলতি বছরে ডিসেম্বর মাসে একযোগে দেশের ২৪৫ টি পৌরসভার নির্বাচন সম্পন্ন করার ঘোষণা করেছেন। এমন বার্তাতে প্রার্থীরা ঘর গোছানোয় ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। দুর্গাপুর পৌর নির্বাচনে বিএনপির চেয়ে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশী শোনা যাচ্ছে। অনেকেই মনে করেছেন, বড় দুই দলের দলীয় মনোনয়নে সিদ্ধান্ত গ্রহণে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, তবুও বসে নেই আওয়ামীলীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা।

তবে কোন প্রার্থীর পক্ষেই জোরালো ভাবে কোন ভূমিকা পালন করতে পারছেন না স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। বড় দুই দলের কর্মীরা অপেক্ষার প্রহর গুনছে তাদের পছন্দের প্রার্থীর জন্য। দুই দলেরই কিছু নেতাকর্মীর সাথে যোগাযোগ করা হলে তারা এই প্রতিনিধিকে জানান, দলীয় হাই কমান্ড যাকে মনোনয়ন দিবে আমরা তার নির্বাচনে মাঠে থাকব। চেইন অব কমান্ড যাতে ভেঙ্গে না পড়ে সে বিষয়ে সব সময় সজাগ দৃষ্টি রাখছি। আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় রয়েছে বর্তমান মেয়র শ.ম. জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ আব্দুস ছালাম, পৌর সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামীলীগের একনিষ্ট ও সাবেক ছাত্রলীগ নেতা কামাল পাশা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল সায়াদাৎ বাবুল,সাবেক জি এস ও উপজেলা যুবলীগ আহ্বায়ক মোঃ আঃ হান্নান, দুর্গাপুর আওয়ামীলীগের রাজনীতির অগ্নিপুরুষ সাবেক সাংসদ মরহুম জালাল উদ্দিন তালুকদার এর কন্যা কেন্দ্রীয় যুবলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর যুবলীগ সভাপতি, ত্যাগী, সৎ, আদর্শবান ন্যায়ের প্রশ্নে আপোষহীন তরুণ নেতা নজরুল ইসলাম মড়ল, কুল্লাগড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আলী হোসেন সাহেবের সুযোগ্য পুত্র মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান মোঃ আলাউদ্দিন আলাল, আওয়ামী নেতা শফিকুল ইসলাম শফিক, ছাত্র নেতা এম.এইচ. রিপন।

অপরদিকে বিএনপির সম্ভাব্য মেয়র মনোনয়ন প্রত্যাশী যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক পৌর মেয়র,ছাত্রদল,যুবদল,পৌর যুবদল ও পৌর বিএনপির সভাপতি বর্তমান জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শুভেন্দু সরকার পিন্টু, পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান রুনু, সাবেক পৌর বি.এন.পির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রওশন আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান সাহেবের পুত্র স্বরণিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তরুণ নেতা আলহাজ্ব জামাল উদ্দিন, পৌর যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী। পৌর বিএনপির একাধিক নেতা জানান,কেন্দ্রের সিদ্ধান্তের উপর নির্ভর করছে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নেয়া অথবা না নেয়া। তবে দুর্গাপুর পৌরসভা নির্বাচনের ব্যাপারে তাদের প্রস্তুতি রয়েছে বলে জানান। বর্তমান মেয়র শ ম জয়নাল আবেদীন বলেন, বর্তমানে আমি নিষ্ঠার সাথে পৌরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আমি আশাবাদী দল এবারও আমাকে দলীয় মনোনয়ন দেবে। পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী আঃ ছালাম বলেন, আমি দলের মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পেলে আমি পৌরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাব। পৌর যুবলীগ সভাপতি নজরুল ইসলাম মন্ডল প্রতিনিধিকে জানান, দুর্গাপুর পৌরবাসী পরিবর্তন চায়। নতুন প্রার্থী আসবে সেই হিসেবে আমি একজন নতুন মুখ। নতুনের আঙ্গিকে সাজাতে চাই পৌর শহর দুর্গাপুর পৌরসভা। নিরসন করতে চাই জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, রোড লাইটিং, আত্রাখালী থেকে বিরিশিরি ব্রীজ পর্যন্ত বিকল্প রাস্তা নির্মাণ। এ বিষয়ে শহীদ পরিবারের সন্তান আলাউদ্দিন জানান, আমি পৌরবাসীর সেবক হিসেবে বিলিন করে দিতে চাই নিজেকে, পৌরসভার সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমার আগামীর পথচলা। একটি মডেল ও আধুনিক পৌরসভা গঠনে নিরলস ভাবে কাজ করে যাব তাই সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। এ প্রসঙ্গে বিএনপির প্রাথী শুভেন্দু সরকার পিন্টু জানান,আমি বিগত সাত বছর পৌর মেয়রের দায়িত্বে থেকে নিষ্ঠার সাথে কাজ করেছি বলে দাবী করি তাছাড়া এক এগার এর আমলেও এলাকায় থেকে পৌরবাসীর মঙ্গলের জন্য কাজ করেছি বর্তমানে আমি পূণরায় মেয়র পদে নির্বাচিত হলে দুর্গাপুর পৌরসভাকে মান উন্নয়নের মাধ্যমে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব। পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান রুনু বলেন,তিনি নির্বাচিত হলে পৌরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাব। প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে জিজ্ঞাসা করিলে তিনি প্রতিনিধিকে জানান, দুর্গাপুর পৌরসভার যে বেহাল অবস্থা, এ অবস্থার উত্তরণে আমি প্রাণপন প্রতিজ্ঞাবদ্ধ। আমি চাই সকল শ্রেণীপেশার মানুষের সান্নিধ্য, হৃদ্ধতা ও ভালবাসার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। তাছাড়া সকল প্রার্থীরাই উন্নয়নের আশ্বাস দিয়ে পৌরবাসীর মন জয় করার চেষ্ট চালিয়ে যাচ্ছে।


(এনএস/এসসি/নবেম্বর১৮,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test