E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্দর খেয়াঘাটে যাত্রীরা পাবে আধুনিক সেবা, ডিসেম্বর থেকে কাজ শুরু

২০১৫ নভেম্বর ১৮ ২১:১৪:১৬
বন্দর খেয়াঘাটে যাত্রীরা পাবে আধুনিক সেবা, ডিসেম্বর থেকে কাজ শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দর খেয়াঘাটে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের ঘাটকে আধুনিকায়ন করে উন্নত সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়াও বন্দর খেয়াঘাট দিয়ে পারাপারের দুর্ভোগ কমাতে এখন থেকে দুই পাড়েই দুইটি ঘাট ব্যবহার করা হবে।

সড়ক পথের মত একটি ঘাট দিয়ে নদীর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যাবে। আরেকটি ঘাট দিয়ে পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে আসবে। এছাড়াও ঘাটে পারাপার ঝুঁকি কমাতে যান্ত্রিক নৌকা নামানো হবে। আগামী ডিসেম্বর মাস থেকেই ঘাট আধুনিকায়ন করার কাজ শুরু হবে।

বুধবার(১৮ নভেম্বর) দুপুরে সংসদ সদস্য সেলিম ওসমান সরেজমিনে ঘাট পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিক সহ সকলের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এ সময় তার সাথে ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ শাখা যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন ও বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক।

এ সময় সেলিম ওসমান শীতলক্ষ্যা নদীর দুইপাড়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের খোঁজ নেন এবং নারায়ণগঞ্জের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাহসিকতার সাথে উচ্ছেদ অভিযান সম্পন্ন করায় ধন্যবাদ জানিয়ে তার প্রশংসা করেন।

সেলিম ওসমান জানান, সরকারের নির্দেশনায় সরকারী কাজের অংশ হিসেবেই নদীর দুই পাশের অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। যেখানে গুটি কয়েকজন মানুষ দীর্ঘদিন ধরে দোকানপাট সহ বিভিন্ন অবৈধ স্থাপনা বসিয়ে অর্থ উপার্জন করছে। গুটি কয়েক মানুষের জন্য হাজার হাজার মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কিছু মেনে নেওয়া যায় না।

তিনি আরও জানান, গত ২০১৪ সালের ১৬ ডিসেম্বর থেকে বন্দর ঘাটটি জনসাধারণের জন্য টোল ফ্রি করে দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসে এর এক বছর পূর্ণ হবে। তাই সামনের দিন গুলোতে ঘাটে যাতায়াতকারী যাত্রীদের আরও আধুনিক সেবা দেওয়ার জন্য নদীর দুপাশের ঘাট গুলো আধুনিকায়ন করা হবে। অনেক সময় দেখা যায় পারাপারের সময় বৃষ্টি নামলে যাত্রীদের ভিজতে হয়। যাত্রীদের যাতে করে বৃষ্টিতে ভিজতে না হয় তার জন্য ঘাটে টিনসেড তৈরি করে দেওয়া হবে। এছাড়াও দুইপাড়ে খালি জায়গায় বাগান তৈরি করে মানুষের বসার স্থান তৈরি করা হবে। যাতে করে নারায়ণগঞ্জ ও বন্দরের মানুষ সারাদিনে কর্মব্যস্ততা শেষে অবসর সময়ে নদীরপাড়ে এসে একটু মুক্ত বাতাস গ্রহন করতে পারেন। বাবা মায়েরা তাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারে। আর এসব কিছুর জন্য আমাদের সকলের সহযোগীতা প্রয়োজন। কারন সকলের সহযোগীতা ছাড়া ভাল কোন কিছু সৃষ্টি করা এবং তা রক্ষনাবেক্ষন করা সম্ভব নয়।



(এসকেপি/এসসি/নবেম্বর১৮,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test