E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জের উলপুরে দু’শ বছরের ঐতিহ্যবাহী কার্তিক পূজা মেলা অনুষ্ঠিত

২০১৫ নভেম্বর ১৯ ১৫:৪৪:৩৮
গোপালগঞ্জের উলপুরে দু’শ বছরের ঐতিহ্যবাহী কার্তিক পূজা মেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে কার্তিক পূজা উপলক্ষে দু’শ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে উলপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে বুধ ও বৃহস্পতিবার এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় দু’শতাধিক দোকান বসেছিল। নানা রং বেরংয়ের বেলুন, খেলনা, মাছ, মিষ্টি, নাগরদোলাসহ বিভিন্ন ধরনের আসবাব পত্রের দোকানে মেলা প্রানবন্ত হয়ে উঠেছিল। বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার মানুষের আগমনে বিকেলে মেলাটি এলাকার মানুষের মিলন মেলায় পরিণত হয়।

মেলায় আগত দর্শনার্থীরা জানায়, উলপুরের এই মেলায় এককালে ১৫ দিনব্যাপী যাত্রাগান, পুতুল নাচ, কবিগান অনুষ্ঠিত হতো। এখন প্রতিবছর দু’দিনব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়। মেলাটি যাতে প্রতি বছর সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় তার জন্য তারা কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছে।

মেলার আয়োজক কমিটির সভাপতি ও জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক ফ ম নুরুল ইসলাম এবং মেলার আয়োজক কমিটির সাধারন সম্পাদক ও উলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহমান মোল্যা জানান, উলপুর ইউনিয়ন পরিষদের পেছনের এই মাঠে প্রায় দু’শ বছর আগে থেকে কার্তিক পুঁজার মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ মেলা উলপুরের ঐতিহ্য, এককালে মেলা হতো ১৫ দিনব্যাপী। সেসময়ে অনুষ্ঠিত হতো যাত্রাগান, সার্কাস, পুতুল নাচ, কবিগান। বর্তমানে বছরে দু’দিনব্যাপী এ মেলা হয়ে থাকে।

(এমএইচএম/এসসি/নবেম্বর১৯,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test