E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে সেলিম ওসমানের আরও ১০ লাখ টাকার চেক হস্তান্তর

২০১৫ নভেম্বর ২২ ১১:৫৬:১৪
বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে সেলিম ওসমানের আরও ১০ লাখ টাকার চেক হস্তান্তর

নারাণগঞ্জ প্রতিনিধি :নারাণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে নির্মানাধীন পুরান সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের কাজের জন্য আরও ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত সেলিম ওসমান তার ঘোষণা অনুযায়ী নির্মানাধীন ৬টি স্কুলে মোট ১০ কোটি ৩৭ লাখ টাকা প্রদান করলেন।

শনিবার(২১ নভেম্বর) সকালে সংসদ সদস্য সেলিম ওসমান সরেজমিনে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মান কাজ সরেজমিনে পরিদর্শন শেষে স্কুল পরিচালনা কমিটি হাতে চেকটি হস্তান্তর করেন।

পরিদর্শনকালে সেলিম ওসমান স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোন অবস্থাতেই যেন একটি কক্ষে ৪৫ জনের বেশি শিক্ষার্থীর বসানো না হয়। কোন প্রকার সমস্যা সৃষ্টি হয় এমন কিছু না করে সম্পূর্ন সুস্থ্য ও সুন্দর পরিবেশে নতুন ভবনে শিক্ষার্থীদের পাঠদান করতে বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এর সভাপতি আলী আকবর, ফকির, জসিম উদ্দিন, আবদুল মোতালেব, সাহাব উদ্দিন ফকির, রঞ্জিত কুমার দেবনাথ, আউয়াল সিকদার, সাইফুল নাহার রোজিনা আক্তার, স্কুলের প্রধান শিক্ষক তোফায়েল আহাম্মেদ, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা।

উল্লেখ্য ইতোমধ্যে সেলিম ওসমানের ঘোষণা অনুযায়ী তার নির্বাচনী এলাকার আওতাধীন ৬টি ইউনিয়নে নির্মানাধীন স্কুল গুলোর মধ্যে মুছাপুরে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন হাই স্কুলে ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার, বন্দর ইউনিয়নে নাসিম ওসমান মডেল হাইস্কুলে ২ কোটি, কলাগাছিয়া ইউনিয়নে আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ২৫ লাখ টাকা, গোগনগর ইউনিয়নে পুরান সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৭৫ লাখ, মদনপুর ইউনিয়নে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ১৫ লাখ টাকা, পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ৫০ লাখ, ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে ৭৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।

(ওএস/এসসি/নবেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test