E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন শতভাগ সম্ভব নয় : গওহর রিজভী

২০১৪ মে ২৭ ১৩:৫৬:৫৭
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন শতভাগ সম্ভব নয় : গওহর রিজভী

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিস চুক্তি চলতি বছরই বাস্তবায়ন করা হবে বলে। তবে চুক্তি শতভাগ বাস্তবায়ন কারো পক্ষে সম্ভব নয়।

মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচসি) ও বাংলাদেশ আদিবাসী ফোরাম (বিআইপিই) আয়োজিত ‘আদিবাসী অধিকার উপলদ্ধি এবং আইএলও কনভেনশন, ১৬৯’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গওহর রিজভী বলেন, দেশে ইতোমধ্যে ৩৩টি মন্ত্রণালয়ের মধ্যে ২৫টি স্থানান্তরিত হয়েছে। কিছুদিনের মধ্যে ৩টি স্থানান্তরিত হবে। বাকি ৩টি এ বছরের মধ্যে স্থানান্তর করা হবে।

তিনি বলেন, এ বছরের শান্তি চুক্তির বাকি কাজ শেষ করা হবে। কাজ শেষ হলে চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হবে।

চুক্তি বাস্তবায়নে ষড়যন্ত্রকারীদেরকে বাধা না দেয়ার আহ্বান জানিয়ে গওহর বলেন, বাধা দিলে চুক্তি বাস্তবায়ন হবে না। এ চুক্তি বাস্তবায়ন আদিবাসীদের অধিকার। বর্তমান সরকার এই চুক্তি করেছে এবং এই সরকারই চুক্তি বাস্তবায়ন করবে।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আশা ইউনিভার্সিটির ড. ডালিম চন্দ্র বর্মন প্রমুখ।

অনুষ্ঠানে আদিবাসী অধিকার উপলদ্ধি এবং আইএলও কনভেনশন নং ১০৭, ১৬৯ এর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপিই সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

(ওএস/এটিআর/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test