E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় জামায়াতের হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

২০১৫ নভেম্বর ২৩ ১৬:১৮:৪২
গাইবান্ধায় জামায়াতের হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপির নেতৃত্বে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাখোয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মুকিতুর রহমান রাফি, প্রচার সম্পাদক নূরে আলম সিদ্দিকি,ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহীন, ওলামালীগ সভাপতি কারী হোসাইন আহাম্মেদ, জেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম,জাতীয় শ্রমিকলীগ উপজেলা সভাপতি গোলজার রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আকন্দ,উপজেলা কৃষকলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গির আলম, ছাত্রলীগ সভাপতি শাকিল আকন্দ বুলবুল, প্রজন্মলীগের আহবায়ক তৌকির হাসান রচি, উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ প্রমুখ।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত ব্রিফিং এ উপজেলা আওয়ামীলীগের কর্নধর এই সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ৭১ এ গনহত্যা, ধর্ষণকারী রাজাকার আলবদরদেও ফাঁসি কর্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্ক মুক্ত হচ্ছে। এ ফাসিঁ কার্যকরের মধ্য দিয়ে ৭১ এ যে সমস্ত মানুষের প্রান হারান সেই স্বজনহারা মানুষদের আহাজারী ও বেদনারও অবসান ঘটেছে।

(আরআই/এএস/নভেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test