E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পুলবন্দি-গোদারহাট সড়কটির বেহাল দশা

২০১৫ নভেম্বর ২৩ ১৬:২৬:৪০
পুলবন্দি-গোদারহাট সড়কটির বেহাল দশা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা শহরের পুলবন্দি থেকে গোদারহাট পর্যন্ত সম্প্রসারিত শহর রক্ষা বাঁধের সড়কটির এখন বেহাল অবস্থা। ফলে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের উত্তর ফলিয়া, খোলাহাটি ইউনিয়নের কোনারপাড়া, গোদারহাট এলাকার লোকজনের যাতায়াত ও যানবাহন চলাচলের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশেষ করে সড়কটি বেহাল ওই এলাকার দক্ষিণ কামারজানি উচ্চ বিদ্যালয় এন্ড ভোকেশনাল স্কুল, পুলবন্দি দাখিল মাদ্রাসা, রায়দাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে নানা সমস্যা সংকটের সৃষ্টি হচ্ছে। অথচ এই সড়ক ও বন্যা নিয়ন্ত্রন শহর রক্ষা বাঁধ সংস্কারে এলজিইডি বা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষসহ প্রশাসনের কোন উদ্যোগ নেই।

উল্লেখ্য, ১৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই সড়কটি নির্মাণ করা হয়। বৃষ্টির পানিতে মাঝে মাঝে বাঁধ ধসে পড়ায় সড়কটিও সাথে সাথে ভেঙ্গে পড়ে। ফলে কষ্ট করে পথচারী চলাচল ও রিক্সা-সাইকেলের নানাভাবে অব্যাহত থাকলেও ভারী কোন যানবাহন ওই সড়কে দীর্ঘদিন থেকে চলাচল করতে পারছে না। এতে মালামাল পরিবহনে ওই এলাকার মানুষ নানা সমস্যা কবলে পড়তে হচ্ছে। এব্যাপারে এলাকাবাসি পক্ষ থেকে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড কর্তপক্ষের কাছে সড়ক সংস্কারে একাধিকবার লিখিত অভিযোগ করা সত্ত্বেও সড়ক সংস্কারের কোন উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি।

(আরআই/এএস/নভেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test