E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২০১৫ নভেম্বর ২৫ ১৯:০০:০৯
কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী নদীতে দীর্ঘদিন যাবত অবৈধ ড্রেজার মেশিন ও বেকু দিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় বালু খেকোরা। এতে পৌলী রেলসেতু ও পৌলী ব্রীজ হুমকীর মুখে পড়েছে। যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।

গত দু’দিন যাবত বিভিন্ন জাতীয় ও টাঙ্গাইলের স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বুধবার বিকেলে কালিহাতী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার আগুন দিয়ে ধ্বংস ও একটি বাংলা ড্রেজার জব্দ করেছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদ পেয়ে ড্রেজার ও বেকুর মালিকেরা বালু উত্তোলনের মালামাল কৌশলে সরিয়ে নেয়।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন জানান, অবৈধ ভাবে বালু উত্তোলন করার কারণে এ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস করা হয়েছে।

(আরকেকে/এএস/নভেম্বর ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test