E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাচাতো ভাই হত্যায় যুবকের যাবজ্জীবন

২০১৫ নভেম্বর ২৬ ১৫:০০:৪৫
চাচাতো ভাই হত্যায় যুবকের যাবজ্জীবন


সিলেট প্রতিনিধি : সিলেটে কিশোর তারেক আহমদ (১৭) হত্যা মামলায় চাচাতো ভাই লিয়াকত আলীকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লিয়াকত আলী সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের আরব আলীর ছেলে।

মামলার নথির বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৬ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির আঙ্গিনায় তারেককে কুপিয়ে গুরুতর জখম করেন লিয়াকত আলী। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত তারেকের মা আসমা বেগম বাদী হয়ে লিয়াকত আলী, তার মা তাহের বেগম ও আত্মীয় সোয়ারা বেগমকে আসামি করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ৪ মার্চ শুধু লিয়াকত আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) দিলওয়ার হোসেন। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন অতিরিক্ত পিপি শামসুল ইসলাম। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম, আবদুল খালিক ও সুরুজ আলী।

(ওএস/এইচআর/নভেম্বর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test