E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় হেরোইনসহ কৃষি কর্মকর্তা ও ব্যবসায়ী আটক

২০১৫ নভেম্বর ২৮ ১১:৪৯:১২
গাইবান্ধায় হেরোইনসহ কৃষি কর্মকর্তা ও ব্যবসায়ী আটক

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে হেরোইনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) মো. সাজ্জাদুর রহমান রেজা (৩৮) ও মো. চাঁন মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় চাঁন মিয়ার কাছ থেকে ২০ পুড়িয়া হেরোইন ও তার বাড়ি থেকে একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

সাদুল্যাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে মীরপুর বাজার এলাকার চাঁন মিয়ার বাড়ি থেকে তাদের আটক করে।

আটক সাজ্জাদুর রহমান রেজা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা শহরের ধনশালা গ্রামের আলহাজ মো. হারেজ আলীর ছেলে। তিনি পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। এ ছাড়া চাঁন মিয়া সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত্যু মফিজ উদ্দিনের ছেলে।

সাদুল্যাপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল রাবী জানান, আটক চাঁন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে হেরোইনের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার রাতে তার বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে বাড়ি থেকে অনেকে পালিয়ে গেলেও চাঁন মিয়াকে ১ গ্রাম ওজনের (২০ পুড়িয়া) হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। এ ছাড়া হেরোইন সেবনের অভিযোগে তার বাড়িতে থাকা সাজ্জাদুর রহমান রেজাকে আটক ও ১০০ সিসির একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

(ওএস/এইচআর/নভেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test