E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে ভেজাল ঔষধ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

২০১৪ মে ২৭ ১৭:১৮:১৭
শিবচরে ভেজাল ঔষধ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শিবচরে ভেজাল হারবাল ও ভেষজ ঔষধ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

শিবচর থানার ইনচার্জ ডি.এম বেলায়েত হোসেন জানান, সোমবার রাতে শিবচর উপজেলার টেম্পু স্ট্যান্ডের একটি হারবালের দোকানে অভিযান চালায় পুলিশ। শিবচর থানার এস আই নাসির উদ্দিন আকন ও এস আই নিউটন দত্তের নেতৃত্বে পুলিশের দলটি হারবাল ব্যবসায়ী আলমগীর ঢালী (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করে। তার কাছ থেকে লেবেল বিহীন এবং অনুমোদনবিহীন প্রায় ৪০ বোতল যৌন উত্তেজনাকর বিভিন্ন ধরণের বোতলে ভেজাল পানীয় এবং গুড়া হারবাল ও ভেষজ ঔষধ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মমিন উদ্দিন রাতেই ভেজাল হারবাল ঔষধ বিক্রির অপরাধে আটক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। আটক আলমগীর ঢালী শিবচর উপজেলার চর শামাইল গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে।
(এএসএ/এএস/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test