E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

২০১৫ নভেম্বর ৩০ ১২:০১:০৮
মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মেহেরপুর প্রতিনিধি : পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের রমজান শেখ (৪২) নামে একজন নিহত হয়েছেন। সদর থানা পুলিশের একটি দল রবিবার রাতে আটকের পর মধ্য রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে শহরের উপকন্ঠে বন্দর শশ্নানঘাট এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

নিহত রমজান শেখ সদর উপজেলার রাজনগর গ্রামের মৃত আমির শেখের ছেলে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটকের পর আড়াইটার দিকে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রমজানকে নিয়ে বন্দর শশ্নানঘাট এলাকায় পৌঁছায়। এ সময় তার সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হঠে। এ ঘটনায় রমজান আলী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পৌছালে কর্তৃব্যরত চিকিৎসক ডাঃ আবু এহসান রাজু তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রমজান আলীর নামে সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। তার নেতৃত্বে ২০১৩ সালে রাজনগরে র‌্যাব সদস্যদের মারধর করে অস্ত্র কেড়ে নেওয়া ও পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে। নিহতের মরদেহ রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তন্তরা করা হবে।

তবে নিহতের স্ত্রী শরিফা বেগমের দাবি গেল শনিবার সকালে তাকে আটক করে পুলিশ। সে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল বলে তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ অরুন জানান, নিহত রমজান একজন বিএনপি কর্মী।

(এমআইএম/এইচআর/নভেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test