E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গার্মেন্টকর্মী ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন

২০১৫ ডিসেম্বর ০১ ১৬:১১:৪২
গার্মেন্টকর্মী ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে এক গার্মেন্টকর্মী ধর্ষণের দায়ে দুই যুবককের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ১ মাস করে কারাভোগের আদেশ দেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হেলেন- দেওভোগ এলাকার ত্রিনাথ সরকারের ছেলে সুমন সরকার (৩৯) ও একই এলাকার অনিল চন্দ্র পালের ছেলে হারাধন চন্দ্র পাল (৩৭)।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতে মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি রকিবউদ্দিন আহমেদ রকিব জানান, শহরের চাষাঢ়া এলাকার কেসি এ্যাপারেলের নারী শ্রমিককে ২০০২ সালের ২৯ অক্টোবর রাতে বাড়ি ফেরার পথে সুমন সরকার ও হারাধন পাল তুলে নিয়ে দেওভোগে একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করে। এ ঘটনায় গার্মেন্টকর্মীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ দু’জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। দীর্ঘদিন শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test