E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : ১৭ জনের নামে চার্জশিট

২০১৫ ডিসেম্বর ০১ ১৮:০১:০৭
মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : ১৭ জনের নামে চার্জশিট

মাগুরা প্রতিনিধি : মাগুরার  মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ  ও একজন নিহত হওয়ার ঘটনায় ১৭ আসামির নামে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক আজ মঙ্গলবার বিকেল ৪টায় মাগুরা সিনিয়র জুডিশিয়াল আদালতে এ চার্জশিট দেন।

ইমাউল হক জানান, মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় চাঞ্চল্যকর মমিন হত্যা ও মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মোট ১৬ জনকে আসামি করে বাদীপক্ষ মামলা দায়ের করেন। প্রায় ৪ মাস তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি মঙ্গলবার আদালতে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।

ওই চার্জশিটে নতুন করে তোতা, আয়নাল ও মুন্না নামে ৩ আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম পরিচয় ভুলের কারণে রানা নামে এক আসামির নাম বাদ পড়েছে। এ ছাড়া মামলার ২নং আসামি আজিবর শেখ বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে মমিন ভূঁইয়া নামে একজন নিহত হন। এ সময় মাতৃগর্ভে শিশুসহ নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test