E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে সোনালী ব্যাংকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

২০১৪ মে ২৭ ১৮:২৮:৫১
দিনাজপুরে সোনালী ব্যাংকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ সোনালী ব্যাংক শাখার ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ঘুষ ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে।

সোনালী ব্যাংকের দিনাজপুর প্রিন্সিপাল অফিসের এক সূত্রে জানা যায়, সোনালী ব্যাংক বীরগঞ্জ শাখা ব্যবস্থপক আবু হেনা জিএম সাকলাইনসহ সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম স্বেচ্ছাচারিতার, ঘুষ ও দুর্নীতির প্রতিকার চেয়ে ব্যাংকের গ্রাহক, শুভাকাংকী, শিক্ষক, প্রভাষকসহ বিভিন্ন শ্রেণী পেশার ১৪জন লিখিত অভিযোগ করেন ব্যাংকের উর্দ্ধতন কতৃপক্ষের কাছে। অভিযোগ তদন্তে দিনাজপুর প্রিন্সিপাল অফিসের কর্মরত সিনিয়র ইও মোঃ সিরাজুল ইসলাম এবং ইও মো. খায়রুল হাসানের সমন্বয়ে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি সোমবার থেকে তদন্ত কাজ শুরু করেন। তদন্ত কমিটি বীরগঞ্জে এসে অভিযোগকারী ১৪ জনের মধ্যে গোলাপগঞ্জ আমিনা করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার দাস, বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও মহিলা কলেজের প্রভাষক ইরফানুল হক বুলুর সাক্ষ্য গ্রহণ করেন। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তাদ্বয় জানান, ৩ জনের লিখিত জবানবন্দি গ্রহণ করা হলেও অভিযোগকারী বাকি ১১জন তদন্তস্থলে উপস্থিত হননি।
(এটি/এএস/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test