E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের শান্তি-শৃংখলা, সংবিধান-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য প্রয়োজন’

২০১৫ ডিসেম্বর ০৩ ১৬:৫০:১৩
‘দেশের শান্তি-শৃংখলা, সংবিধান-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য প্রয়োজন’

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি বলেছেন, দেশের শান্তি শৃংখলা সংবিধান সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য প্রয়োজন। কেননা স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করছে।

কখনও আইএস এর নামে, কখনও হরকাতুল জিহাদের নামে, কখনও তালেবানের নামে এদেশে নাশকতা সৃষ্ঠি করছে। ইতোমধ্যে দুইজন বিদেশীকে হত্যা করেছে। স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তি একত্রিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে তাদের মোকাবেলা করতে হবে।

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে হেমায়েত বাহিনী স্মৃতি যাদুঘর চত্ত্বরে কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

হেমায়েত বাহিনী প্রধান বীর বিক্রম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামচুল হক, মুক্তিযোদ্ধা রামানন্দ বৈদ্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম নজরুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর কোটালীপাড়া মুক্ত দিবস। এ উপলক্ষে হেমায়েত বাহিনীর পক্ষ থেকে ৭দিন ব্যাপি মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(এমএইচএম/এএস/ডিসেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test