E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশেষ নজরদারিতে বঙ্গোপসাগর

২০১৪ মে ২৭ ২২:২৩:০৩
বিশেষ নজরদারিতে বঙ্গোপসাগর

স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় বিদেশি ট্রলারের অবৈধ অনুপ্রবেশ রোধে নাফ নদীর মোহনা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বিশেষ নজরদারি বজায় রাখার জন্য বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতি নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

মঙ্গলবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, ‘দেশীয় ফিশিং ট্রলারের অতিরিক্ত মৎস্য আহরণ ও বিদেশি ট্রলারের অবৈধ অনুপ্রবেশ আমাদের সামুদ্রিক মৎস্যসম্পদের জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা এখনই মোকাবিলা করতে না পারলে অচিরেই মাছের সংকট দেখা যাবে।’ এজন্য সামুদ্রিক মৎস্য আহরণকারী ১১৮টি বটম ওয়াটার ফিশিং ট্রলারকে মিড ওয়াটার ট্রলারে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, দেশের পূর্বাঞ্চলে মায়ানমার সীমান্তবর্তী এলাকা দিয়ে মায়ানমার ও থাইল্যান্ডের ফিশিং ট্রলার অনুপ্রবেশের ঘটনা বেশি ঘটছে। এ এলাকায় ২৪ ঘণ্টা নৌবাহিনী ও কোস্ট গার্ডের কনটিনজেন্ট উপস্থিত থাকা প্রয়োজন। এ ছাড়াও কর্ণফুলী নদীতেও সামুদ্রিক মৎস্য দফতরের পরিদর্শকের সহায়তায় কোস্ট গার্ডের টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিভিন্ন বাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করতে সামুদ্রিক মৎস্য দফতরের উদ্যোগে সামুদ্রিক মৎস্য দফতর, নৌপরিবহণ অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনী প্রতি চার মাসে ধারাবাহিকভাবে নিজ নিজ দফতরে সমন্বয় সভার আয়োজন করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ভারপ্রাপ্ত সচিব ড. শেলীনা আফরোজা, নৌবাহিনী সদর দপ্তরের রিয়ার অ্যাডমিরাল কে এস হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক মো. ফিরোজ আলম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফ আজাদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

(ওএস/এস/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test