E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পূর্বাচল হবে পরিকল্পিত আধুনিক নতুন ঢাকা’

২০১৪ মে ২৮ ০৮:২৩:০৭
‘পূর্বাচল হবে পরিকল্পিত আধুনিক নতুন ঢাকা’

স্টাফ রিপোর্টার  : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘ধানমন্ডি, গুলশান, বনানীকে পেছনে ফেলে সাড়ে ছয় হাজার একর আয়তনের পরিকল্পিত আধুনিক নতুন ঢাকা হবে পূর্বাচল।’

মঙ্গলবার ধানমন্ডি ক্লাব লিমিটেডের মাল্টিপারপাস হলে আয়োজিত ধানমিন্ড ক্লাবের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সাড়ে ছয় হাজার একর আয়তনের পরিকল্পিত আধুনিক নতুন ঢাকায় থাকছে সব রকমের আধুনিক সুযোগ সুবিধা। একষট্টি হাজার অ্যাপার্টমেন্টের ব্যবস্থা সম্বলিত এ শহরে থাকবে বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম, হাসপাতাল, ক্লাবসহ সকল নাগরিক সুবিধা। এ ছাড়া বালু নদীর ওই পাড়ে আবাসন হবে ৬৬ হাজার সেনা সদস্যের।’

বক্তব্যের শুরুতে ধানমন্ডি ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে স্মরণ করে মন্ত্রী বলেন, ‘যদি আজ তিনি বেঁচে থাকতেন ধানমন্ডি ক্লাবের একটি স্থায়ী ঠিকানা থাকত।’

স্থায়ী ঠিকানা ছাড়া কোনো ক্লাব হয় না মন্তব্য করে ক্লাবের সদস্যদের মন্ত্রী বলেন, ‘আপনারা লেগে থাকেন আর আমাকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দিবেন। কিবরিয়ার স্মৃতি বিজড়িত এ ক্লাবটির স্থায়ী ঠিকানা গড়তে প্রধানমন্ত্রী যেন সদয় হন আমি তার দৃষ্টি আকর্ষণ করব।’

উল্লেখ্য, ১৯৯৯ সালে ক্লাবটি মাত্র চারজন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। ধানমন্ডি ক্লাব নিমিটেডের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা ও নির্বাহী সদস্য শেখ কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে লোপা হোসেনের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহানাজ বেলী, কণ্ঠশিল্পী মধু ও বাংলাদেশ আনসার শিল্পী গোষ্ঠীর শিল্পী সাইফুল ইসলাম।

(ওএস/এইচআর/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test