E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি লিটনের জামিনের মেয়াদ আবারো বৃদ্ধি

২০১৫ ডিসেম্বর ০৮ ১৫:০০:৩৬
এমপি লিটনের জামিনের মেয়াদ আবারো বৃদ্ধি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আবারো বৃদ্ধি করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আলোচিত শিশু সৌরভ হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা আমলি আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন।

এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু জানান, স্থায়ী জামিন চেয়ে তারা আদালতে আবেদন করেন। বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে মামলার পরবর্তী ধার্য তারিখ ১৭ জানুয়ারি পর্যন্ত জামিনের সময় বর্ধিত করেন।

এরআগে, ২৪ দিন কারাভোগের পর সংসদ অধিবেশনে যোগ দিতে গত ৮ নভেম্বর থেকে অন্তবর্তীকালীন জামিনে মুক্তি পান লিটন।

এরপর গত ২৪ নভেম্বর একই আদালতে স্বশরীরে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে ৮ ডিসেম্বর পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধি করেন আদালত।

গাইবান্ধার কোর্ট পরিদর্শক এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরের ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় এমপি লিটনের পিস্তুলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)।

পরদিন সৌরভের বাবা বাদী হয়ে এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর রাসুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের হাফিজার রহমান।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test