E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে আ.লীগের প্রার্থী বদল

২০১৫ ডিসেম্বর ০৮ ১৭:০০:৩৯
শরীয়তপুরে আ.লীগের প্রার্থী বদল

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয় দফায় দলীয় প্রার্থীর জন্য প্রত্যয়ন পত্র পাঠিয়ে নৌকার মাঝি বদল করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ৭ ডিসেম্বরের স্বাক্ষরিত একটি চিঠিসহ এই প্রত্যায়ন পত্রটি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার সময় জমা দেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শরীয়তপুর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর পৌরসভা নির্বাচনের জন্য মেয়র প্রার্থী পদে তৃণমূল থেকে জেলা আ.লীগের সভাপতি আব্দুর রব মুন্সি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি নুরুল আমিন কোতোয়ালের নাম দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়। দলীয় প্রধান শেখ হাসিনার পছন্দের কারনে ওই দুই জনের নাম বাতিল করে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম কোতোয়ালকে মনোনয়ন প্রদান করে গত ১ ডিসেম্বর দলীয় প্রত্যয়নপত্র প্রদান করা হয়। ৩ ডিসেম্বর আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। পক্ষান্তরে একই দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয় জেলা আ‘লীগের সদস্য ফারুখ আহমেদ তালুকদার। ৬ ডিসেম্বর বাছাইয়ের সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে রফিকুল ইসলাম কোতোয়ালের নামে ঋণ খেলাপীর চিঠি পাঠনো হলে তার মনোনয়ন অবৈধ ঘোষনা করেন জেলা রিটাার্নিং অফিসার। এরপর ৭ ডিসেম্বর একজন আইনজীবীর মাধ্যমে নিজের মনোনয়ন বৈধ করা দাবিতে জেলা প্রশাসকের কাছে আপিল করে রফিকুল ইসলাম। এই আপিলের নিস্পত্তি না হতেই ৭ ডিসেম্বর কেন্দ্র থেকে নতুন করে প্রত্যয়নপত্র প্রেরণ করা হয় ফারুখ তালুকদারের নামে। নির্বাচনী বিধি বহির্ভূত এই এই প্রত্যয়নপত্র পেরনের পর আরোচনার ঘড় বইতে শুরু করে শরীয়তপুরের রাজনৈতিক মহলে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একজনকেই দলীয় মনোনয়ন প্রদান করা যাবে। দলীয় মনোনয়নের পত্যয়নপত্রে সুস্পষ্ট উল্লেখ রয়েছে “ইহা কোন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবেনা”। অপর দিকে স্থানীয় সরকার নির্বাচন আইন ২০১৫ এর গেজেট এ বিধি ১২ এর উপ-বিধি ৩ এর দফা (গ) এর উপ-দফা (ইইই) ‘তে উল্লেখ করা হয়েছে,“ কোন রাজনৈতিক দল পৌরসভায় মেয়র পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিতে পারিবে না, একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিলে উক্ত দলের প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গন্য হইবে” । অথচ আওয়ামীলীগ এক সপ্তাহের ব্যবধানে একই পৌরসভায় একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়ন প্রদান করেছে।

এ বিষয়ে জানতে রফিকুল ইসলাম কোতোয়ালের আইনজীবী তাজুল ইসলাম বলেন, রফিকলু ইসলামকে আ‘লীগ দলীয় মনোনয় প্রদান করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ খেলাপীর কাগজ আসায় প্রাথমিকভাবে তার মনোনয়ন বাতিল হয়েছে। এরপর তিনি জেলা প্রশাসকের কাছে আপিল করেছেন। আগামী ১০ ডিসেম্বর আপিলের শুনানী হবে। আপিল শুনাানিতে আশা করি তার মনোনয়ন বৈধ হবে। আর তা না হলে আমরা উচ্চ আদালতের দারস্থ হবো।

রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে, আমিই দলের প্রার্থী। সাময়িকভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বৈধতার জন্য আমি সর্বোচ্চ আইনী লড়াই করবো।

একই দলের দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়ন প্রদান করায় তা বাতিল হবে কিনা জানতে চাইলে জেলা রিটাানির্ং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনী বিধি বিধান অনুযায়ী আমরা পরবর্তি পদক্ষেপ গ্রহন করবো।

(কেএনআই/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test