E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নান্দাইলে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন সম্পন্ন

২০১৫ ডিসেম্বর ০৮ ১৮:১৫:৪৮
নান্দাইলে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন সম্পন্ন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা এলাকায় স্বর্গীয় ডা. যামিনী কান্ত বমর্ণের বাড়ির আঙ্গিনায় রাধা গোবিন্দ মন্দিরে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও সংকীর্ত্তন সম্পন্ন হয়েছে। 

গত ৫ ডিসেম্বর শনিবার শ্রীশ্রীমদ্ভাগবত পাঠ করেন প্রবীন শিক্ষক ডা. গৌরাঙ্গ বর্ম্মন এবং ৬ ডিসিম্বর রবিবার শুভ অধিবাস কীর্ত্তনের মাধ্যমে বিশ্ব শান্তি কল্পে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু হয়, অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন অজিত গোসাঁই ও রাধাগোবিন্দ মন্দিরের কীর্ত্তনীয়াবৃন্দ। ৩দিন ব্যাপী হরিনাম পরিবেশন করে যশোহরের গোসাঁই সম্প্রদায়, সিলেটের জীবমুক্তি সম্প্রদায় ও ভাইভাই সম্প্রদায়, ব্রাহ্মনবাড়িয়ার তমাশ্রী সম্প্রদায়, গোপালগঞ্জের জয়লক্ষী সম্প্রদায় এবং আঠারবাড়ির যুগল সম্প্রদায়। এ মহাযজ্ঞের মোহন্ত হিসেবে দায়িত্ব পালন করেন জামালপুরের শ্রী প্রভুপাদ ব্রজগোপাল গোস্বামী।

এলাকার অসংখ্য ভক্ত এ মহোৎসবে অংশগ্রহন করেন। বুধবার মোহন্ত বিদায় ও দধিমঙ্গলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

(এপি/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test