E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরবের বাড়িতে শোকের মাতম

২০১৫ ডিসেম্বর ০৯ ১৭:৪৪:৩৭
নিরবের বাড়িতে শোকের মাতম

মাদারীপুর প্রতিনিধি : ম্যানহোলে পড়ে নিহত শিশু ইসমাইল হোসেন নিরবের মরদেহ বুধবার বিকেল তার নিজ গ্রাম মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রামে এসে পৌছেছে।

বিকেল ৪টায় দাফন সম্পন্ন হয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে ঐ গ্রামে এখন চলছে শোকের মাতম। এই অসহায় পরিবারের কান্নার রোলে ভারি হয়ে ওঠেছে আকাশ-বাতাশ। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পাড়া- প্রতিবেশি কিন্তু তার স্বজনদের শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে সবাই।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রামের রেজাউল ইসলামের একমাত্র ছেলে ইসমাইল হোসেন নিরব বন্ধুদের সাথে খেলতে গিয়ে রাজধানীর কদমতলীর ওয়াসার স্যুয়ারেজ পাইপে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়। পড়ে বুড়িগঙ্গা নদীর শ্যামপুর সুইচগেট এলাকার ইকোপার্কের কাছ থেকে মঙ্গলবার রাতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

শিশুটির মৃত্যুর খবরে কালকিনি উপজেলার পশ্চিম বনগ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বুধবার সকাল থেকেই নিরবের বাড়িতে উৎসুক গ্রামবাসী ভিড় জমাতে থাকে।

নিহত নিরবের বাবা রেজাউল পেশায় একজন চাকুরীজীবি। সে আর এফ এল কোম্পানির একজন মেকানিক।

এ ব্যাপারে নিহত শিশু নিরবের চাচা ইউপি সদস্য আবদুস ছত্তার হোসেন কান্না জরিত কন্ঠে বলেন, আমার ভাতিজা নিরবের মৃত্যুটা আসলে হতাশাজনক। আমরা ওর মৃত্যুটা কিছুইতে মেনে নিতে পারছিনা। আমাদের দাবী নিরবের মত যেন আর একটা শিশুর এভাবে করুন মৃত্যু মেনে নিতে না হয়।

(এএসএ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test