E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে পুলিশ পরিচয়ে দুই প্রতারক আটক

২০১৫ ডিসেম্বর ০৯ ১৭:৫৯:০৩
মাদারীপুরে পুলিশ পরিচয়ে দুই প্রতারক আটক

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বিয়ের প্রলোভন দিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের বাগেরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পদ্মাডুবি গ্রামের নারায়ণ চন্দ্র হাওলাদারের ছেলে সচীন চন্দ্র হাওলাদার (৪০) এবং একই উপজেলার প্রমানন্দ বাড়ৈর ছেলে প্রফুল বাড়ৈ (২০)।

স্থানীয়, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ মাস আগে মোবাইল ফোনে শহরের বাগেরপাড় এলাকার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার সাথে শচীনের পরিচয় হয়। এ সময় সচীন নিজেকে পুলিশের এসআই পরিচয় দিলে ঐ শিক্ষিকা সচীনকে বিয়ে করতে রাজি হয়। এরই পেক্ষিতে মঙ্গলবার রাতে সচীন ও ঐ শিক্ষিকার বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ে করার আগে সচীন দুই লাখ টাকা যৌতুক দাবী করলে শিক্ষিকার পরিবার না দিতে পারায় কথার কাটাকাটি হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সচীন ও তার সহযোগী প্রফুলর পরিচয় জানতে চায়। পরে তারা ভুয়া আইডি কার্ড দেখালে এলাকাবাসী গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোরশেদ জানান, দুই প্রতারকের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

(এএসএ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test