E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাল্যবিবাহই নারীদের পিছিয়ে পড়ার মূল অস্ত্র

২০১৫ ডিসেম্বর ১০ ১৭:৪৬:২৯
বাল্যবিবাহই নারীদের পিছিয়ে পড়ার মূল অস্ত্র

রাবি প্রতিনিধি : বাল্যবিবাহ প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখা। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ প্রায় শতাধিক উপস্থিত ছিলেন।

মহিলা পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক মাধূরী রায় চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, মহিলা পরিষদ রাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রাশেদা খালেক, সহ-সভাপতি মাস্তুরা খানম, কার্যকরী কমিটির সদস্য মাহবুবা কানিজ কেয়া, সমাজকল্যাণ সম্পাদক মোমেনা জিনাত, মার্কেটিং বিভাগের অধ্যাপক শুভ্রা রানী চন্দ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক মৃণাল কান্তি রায়, ও মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুসলিমা আকতার, ইয়াসিন আরাফাত ও সংস্কৃতি কর্মী সাজু সরদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহই নারীদের পিছিয়ে পড়ার মূল অস্ত্র। জনসচেতনতা এবং সরকারের কার্যকরী পদক্ষেপেই নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। আইনগতভাবে বিয়ের বয়স মেয়েদের জন্য ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর করা উচিত দাবি করে বক্তারা বলেন, আমাদের দেশে আইনি কাঠামো থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই। ফলে সামাজিকভাবে নারীরা প্রতিনিয়ত নানাভাবে নির্যাতিত হচ্ছে। সমাজে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়ার যে রীতি প্রচলিত তা ভাঙ্গতে হবে। আর এর জন্য প্রয়োজন সবার সচেতনতামূলক দৃষ্টিভঙ্গি এবং প্রতিবাদী ভূমিকা।

প্রসঙ্গত, বাংলাদেশ মহিলা পরিষদ ২০১৫ সালের নভেম্বর মাসকে ‘নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস হিসেবে ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

(ইএইচএস/এএস/ডিসেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test